কলকাতা: ১২ দিনে ১০ বার দাম বেড়েছে জ্বালানির। পেট্রোলের (Petrol) দামে সর্বকালীন রেকর্ড। শুধু তাই নয়, সেঞ্চুরির দুয়ারে ডিজেলও (Diesel)। এই নিয়ে এবার সরাসরি রাজ্য সরকারকেই দুষলেন শমীক ভট্টাচার্য। তিনি সাফ বলেন, ‘জ্বালানির অগ্নিমূল্য নিয়ে সবাই জেরবার। সাধারণ মানুষ থেকে প্রধানমন্ত্রী সবাই জেরবার। কেন রাজ্য সরকার ভ্যাট প্রত্যাহার করছে না? রাজ্য সরকার ভ্যাট কমালেই দাম কমবে’। 


প্রসঙ্গত, সাধারণ মানুষের উপর বোঝা চাপিয়ে বেড়েই চলেছে জ্বালানির দাম। ভারতে সর্বকালীন রেকর্ড পেট্রোলের দাম। ডিজেলের দাম একশো ছুঁইছুঁই। সরাসরি যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের পকেটে। জ্বালানির সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে বাজারদর। ইতিমধ্যেই ভাড়া বাড়িয়েছে অ্যাব ক্যাব উবর। অনেক বাসেও নিয়ম ভেঙে ভাড়া নেওয়ার অভিযোগ।


আরও পড়ুন, রবিবার খাদ্য দফতরের সব কর্মীদের ছুটি বাতিল, কেন এই সিদ্ধান্ত?



কিছুদিন আগেই উত্তরবঙ্গ সফর থেকে নিত্যপ্রয়োজনীয় জ্বালানি পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম বাড়ার আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, ‘ভোট মিটে গিয়েছে। এবার পেট্রোল,ডিজেল, গ্যাসের দাম বাড়াবে কেন্দ্র সরকার।’ এদিকে, এদিন মুখ্যমন্ত্রীকে পাল্টা নিশানা করে শমীক ভট্টাচার্য এদিন বলেন, "সারা বিশ্বে যে পরিস্থিতি চলছে, তার প্রভাব জ্বালানি তেলে। প্রধানমন্ত্রী গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে লাগামছাড়া মূল্যবৃদ্ধি"।  


কলকাতায় ৮৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হল ১১২ টাকা ১৯ পয়সা। ৮০ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা। এই নিয়ে গত ১২ দিনে ১০ বার বাড়ল জ্বালানির দাম।  পেট্রোলের দাম বেড়েছে ৭ টাকা ৫২ পয়সা। ডিজেলের দাম এই ১২ দিনে বেড়েছে ৭ টাকা ২৩ পয়সা। 


এদিকে, লাগাতার জ্বালানির দাম বেড়ে চলেছে। বেশ কিছু বেসরকারি বাস সরকারি বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। রাস্তায় বেসরকারি বাসের সংখ্যাও অনেকটাই কমেছে। সরকার ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তে অটল থাকায় তাঁদের লোকসানের হচ্ছে। দাবি বাস মালিক সংগঠনের।