অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কলকাতা পুরসভার মেয়র পদে আজ শপথ নিলেন ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গেই শপথ নিলেন ডেপুটি মেয়র, চেয়ারপার্সন ও মেয়র পারিষদরা। শপথবাক্য পাঠ করালেন প্রোটেম চেয়ারম্যান রাম পেয়ারি রাম। দুপুর ১টায় শপথগ্রহণ অনুষ্ঠান হয়। তার জন্য পুরসভার ভিতরের চত্বরে তৈরি করা হয় মঞ্চ। সাজিয়ে তোলা হয় পুরভবন। 


কলকাতার নতুন মেয়র হিসেবে শপথ নেওয়ার পর ফিরহাদ হাকিম বলেন, ‘আমরা সবাই সেবক। আপনাদের একজন সেবকের নাম ফিরহাদ হাকিম।’


এর আগে গতকাল কলকাতা পুরসভায় কাউন্সিলর পদে ১৮ জন শপথগ্রহণ করেন। তাঁদের মধ্যে বাম ও বিজেপির পাঁচজন কাউন্সিলরও ছিলেন। শপথগ্রহণ অনুষ্ঠানের আগে পুরসভায় এসে ৯২ নম্বর ওয়ার্ডে সিপিআই-এর জয়ী প্রার্থী মধুছন্দা দেবের সঙ্গে দেখা করেন ৫০ নম্বর ওয়ার্ডে বিজেপি-র জয়ী প্রার্থী সজল ঘোষ।


‘বহুদিনের পুরনো বাম পুর প্রতিনিধি মধুছন্দা দেব। সৌজন্য বিনিময়ের পাশাপাশি, তাই তাঁর কাছে পুর প্রশাসনের কাজ শিখতে চাই। সেই কারণে সাক্ষাৎ’, দাবি সজল ঘোষের।


‘শেখাতে আপত্তি নেই’, প্রতিক্রিয়া মধুছন্দা দেবের। 


অন্যদিকে, কলকাতা পুরসভার মেয়র, চেয়ারপার্সন ও মেয়র পারিষদদের শপথের সময়ই রাস্তায় নামল কংগ্রেস। পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফে আজ যদুবাবুর বাজার থেকে মিছিল করা হয়। মিছিল যায় ইন্দিরা গাঁধীর মূর্তি পর্যন্ত।


এবারের কলকাতা পুরসভা ভোটে ১৪৪টি আসনের মধ্যে ১৩৪টিতেই জিতেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি-র ঝুলিতে গেল মাত্র তিনটি আসন। বাম-কংগ্রেস দু’টি করে আসনে এবং নির্দলরা তিনটি আসনে জিতেছেন।


প্রাপ্ত ওয়ার্ডের নিরিখে বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও, প্রাপ্ত ভোটের হারের নিরিখে তাদের ছাপিয়ে গেছে বামেরা। তৃণমূলের একার ঝুলিতেই গেছে প্রায় ৭২% ভোট। প্রাপ্ত ভোটের হারের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা বামেরা পেয়েছে ১২% ভোট। বিজেপি ৯% এবং কংগ্রেস ৪% ভোট পেয়েছে। 


যদিও বিরোধীরা দাবি করছে, ভোটের নামে প্রহসন হয়েছে। তাই এই ফলাফল দেখে বোঝা যাবে না আসলে মানুষ কী চেয়েছিল।