রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ভরতপুর থানার ওসি-কে দলীয় সভামঞ্চ থেকে সরাসরি হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। ২৪ তারিখ দেওয়া ভাষণের প্রেক্ষিতে ভরতপুর থানায় স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করেছে পুলিশ।


দলীয় সভামঞ্চ থেকে সরাসরি ভরতপুর থানার অফিসার ইনচার্জকে হুঁশিয়ারি, ৪৮ ঘণ্টার মধ্যে বদলির হুমকি দিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ইতিমধ্যেই ভাইরাল এই ভিডিও ঘিরে শুরু হয়েছে শোরগোল। ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।


পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। তারই প্রস্তুতি নিতে শুক্রবার দলীয় কর্মীদের বৈঠকে যোগ দেন হুমায়ুন কবীর। সেখানেই ভরতপুরের ওসিকে তিনি হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। যদিও পরে এই অভিযোগ অস্বীকার করেন হুমায়ুন কবীর। তিনি দাবি করেন, ‘পুলিশকে কিছু বলা হয়নি দাদা, বেকার কথা। ফাউন্ডেশেন ডে থানার সামনে পালন করব বলেছিলাম, তখন ওসি বলেছিলেন ওদের ওই জায়গাটা ছেড়ে দিন, আপনারা অন্য জায়গায় করুন। এটা ওসি কেন বলবে? ওসিকে কে এক্তিয়ার দিয়েছে, আমি কোথায় ফাউন্ডেশন ডে পালন করব, এই বিষয়ে আমি কিছু বলিনি। ঘরোয়া কর্মীদের বলেছি, আমরা ওখানে করব, স্টেজ থেকে সরব না।’


ভরতপুর থানার ওসি রাজু মুখোপাধ্যায় গত ফেব্রুয়ারিতে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া থানা থেকে বদলি হন। ভাইরাল হওয়া ভিডিওয় শোনা যাচ্ছে, ভরতপুরের ওসিকে ভাটপাড়ায় ফেরত পাঠানোর হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল বিধায়ক। ঘটনাচক্রে, ভাটপাড়া বিধানসভা এখন বিজেপির দখলে। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের ভাইরাল হওয়া এই ভিডিওকে হাতিয়ার করে পাল্টা আক্রমণে নেমেছে বিরোধীরা। 


বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘উনি হয়তো ভুল করে ক্যামেরার সামনে বলে ফেলেছেন। আদতে তৃণমূলের ব্লক থেকে জেলা সভাপতি, এসপি এবং থানার ওসিদের ভূমিকা পালন করেন। এটা সারা রাজ্য জানে। তৃণমূল যা বলবে তাই করতে হবে।’


প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, ‘এখানে পুলিশ তো নিজের ইচ্ছায় চলার উপায় নেই। সে ডিজি থেকে এইচজি, ডাইরেক্টর জেনারেল থেকে হোমগার্ড শুনে চলতে হয়, সেই হুমকি কেউ প্রকাশ্যে দিচ্ছে কেউ ফোনে দিচ্ছে। পুলিশকে ভরসা করে, লুঠকে ভরসা করে এ সরকার চলছে, এই সরকার বেঁচে আছে।’


তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘আমি যতদূর জানি পুরনো কোনও ঘটনার পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবীরের এই প্রতিক্রিয়া। দল তার সঙ্গে কথা বলছে, কেন তিনি এই ধরনের কথা বলেছেন। পুরনো কি ঘটনা ঘটেছিল, তিনি বা কেন বললেন তার সঙ্গে দল কথা বলে যথাযথ সময় তার প্রতিক্রিয়া জানাব।’