কলকাতা: পুজোর আগে শহরের রাস্তা পরিদর্শনে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কলকাতা পুরসভা (KMC) থেকে উত্তর ও দক্ষিণ কলকাতা, ডায়মন্ডহারবার রোড হয়ে পরিদর্শন শেষ হবে হাজরায়। উত্তর কলকাতার গৌরীবাড়ি এলাকা পরিদর্শন করলেন কলকাতা পুরসভার মেয়র।
শারদৎসবের আর মাত্র কয়েক প্রহর। রাত পেরোলেই মহালয়া। পুরসভা সূত্রে জানা গিয়েছে, টালিগঞ্জ, যাদবপুর, বেহালার এলাকায় বেশ কয়েক বছর ধরে রাস্তা মেরামতির কাজ চলছে। তবে দীর্ঘ দিন ধরে এই কাজ হওয়ার ফলে যাতায়াতে অসুবিধা হচ্ছে। যার জেরে দ্রুত মেরামতের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। পুজোর আগে শহরের খারাপ রাস্তা সারাইয়ের জন্য় পূর্ত দফতর (PWD), কলকাতা পুরসভা (KMC), কেএমডিএ, পোর্ট ট্রাস্ট-সহ ৯টি রাজ্য় ও কেন্দ্রীয় সংস্থাকে গত মাসে চিঠি দেয় কলকাতা পুলিশ। শহরের মোট ৩৩০টি রাস্তাকে খারাপ হিসেবে চিহ্নিত করে সারাইয়ের জন্য় চিঠি দেয় কলকাতা পুলিশ।
কোথাও রাস্তা ভাঙা। কোথাও রাস্তায় বড় বড় গর্ত। কোথাও আবার খানাখন্দে ভরা। উত্তর থেকে দক্ষিণ। বেহাল কলকাতার বহু গুরুত্বপূর্ণ রাস্তা। দরজায় কড়া নাড়ছে পুজো। এই পরিস্থিতিতে শহরের খারাপ রাস্তা সারাইয়ের জন্য় দায়িত্বে থাকা সংশ্লিষ্ট রাজ্য় ও কেন্দ্রীয় সংস্থাগুলিকে চিঠি দেয় কলকাতা পুলিশ। শহরের মোট ৩৩০টি রাস্তাকে চিহ্নিত করেছে কলকাতা পুলিশ। রাস্তাগুলি সারাইয়ের জন্য় পূর্ত দফতর, কলকাতা পুরসভা, KMDA, পোর্ট ট্রাস্ট সহ ৯টি রাজ্য় ও কেন্দ্রীয় সংস্থাকে চিঠি দেয় কলকাতা পুলিশ।
উত্তরে সিঁথি, চিৎপুর, টালা থেকে দক্ষিণে ভবানীপুর, কালীঘাট, রাসবিহারী সহ কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে কলকাতা পুলিশের চিহ্নিত করা তালিকায়। ফলে পুজোর সময় তীব্র যানজটের আশঙ্কা করছে কলকাতা পুলিশ।সম্প্রতি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সদর সন্তোষ পাণ্ডে জানিয়েছেন, পুজোর সময় বাইরে থেকে প্রচুর মানুষ কলকাতায় আসেন। রাস্তা খারাপ থাকলে অসুবিধা হয়। সেই কারণে প্রত্য়েকটি সংস্থাকে রাস্তাগুলি সারাইয়ের জন্য় বলা হয়েছে।
বর্ষায় বেহাল রাস্তার প্রতিবাদে গত মাসেই প্রতিবাদ কর্মসূচিতে নেমেছিলেন বিরোধীরা। কোথাও পিচ উঠে গিয়েছে। কোথাও আবার রাস্তায় তৈরি হওয়া বড় বড় গর্তে বৃষ্টির জল জমে ঘটে দুর্ঘটনা। রাস্তা সারানো নিয়ে শুরু হয়েছে রাজনীতিও। রাজ্য সরকারকে আক্রমণ করে বিরোধীরা। রাস্তায় শুয়ে, ধান বা সবজির চারা পুঁতে চলেছিল প্রতিবাদ।
আরও পড়ুন, 'নির্দেশ অগ্রাহ্য করেছেন রাজ্য নির্বাচন কমিশনার', হাইকোর্টের রায়কে 'স্বাগত' শুভেন্দুর
বিস্তারিত আসছে...