কলকাতা: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) হাতে অবশেষে উদ্বোধন হল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রোর রুট। এই রুটের মধ্যেই পড়ছে গঙ্গার তলা দিয়ে মেট্রোপথের (first underwater metro in india) অংশ। হাওড়া থেকে গঙ্গার তলা দিয়ে এসপ্ল্যানেড (Howrah Maidan Esplanade Metro) এসে পৌঁছেছে এই রুট। দেশে এই প্রথম তৈরি হয়েছে জলের তলায় মেট্রোর রুট। কলকাতা-হাওড়ার মুকুটে আরও একটি পালক জুড়ল। বাংলার কলকাতাতেই দেশের প্রথম পাতালরেল (First metro Rail in Kolkata) শুরু হয়েছিল। মাটির তলা দিয়ে মেট্রো ছোটার ঘটনা যেমন কলকাতাতেই প্রথম ছিল। তেমনই,  জলের তলা (Metro Under Ganga) দিয়ে মেট্রো যাওয়ার ঘটনাও দেশের মধ্যে সবার আগে হল এই রাজ্যেই। গঙ্গার তলা দিয়ে মেট্রো জুড়ল কলকাতা-হাওড়াকে। এদিন উদ্বোধন হলেও সাধারণ নাগরিকদের জন্য কবে প্রতিদিনের যাতায়াত শুরু হবে তা এখনও বলা হয়নি। 


এই সঙ্গে আরও দুটি মেট্রো প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী (PM Modi on First Underwater metro)। তার মধ্যে একটি হল, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রো রুট। আরেকটি হল জোকা-তারাতলা পার্পল লাইন,  যে রুটে ইতিমধ্যেই মেট্রো পরিষেবা চালু হয়েছে। তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশের আজ সূচনা করেছেন প্রধানমন্ত্রী। মেট্রোর এই ৩টি প্রকল্পের সূচনার পাশাপাশি, ভবিষ্য়তে হোয়াটসঅ্য়াপ টিকিট চালুর পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের।


 






এদিন হাওড়া ময়দান এসপ্ল্যানাড মেট্রো রুটের উদ্বোধন করার পরে সেই মেট্রোয় নিজে চড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গঙ্গার নীচ দিয়ে মেট্রোয় চড়ার সময় পড়ুয়াদের সঙ্গে আড্ডায় মাতেন প্রধানমন্ত্রী। পড়ুয়াদের সঙ্গে কথা বলতে বলতে জলের নীচ দিয়ে যাওয়া মেট্রোর সফর করলেন প্রধানমন্ত্রী। তিনি কথা বলেছেন মেট্রো রেলের কর্মীদের সঙ্গেও। মেট্রো সফরে তাঁর সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। গঙ্গার নীচ দিয়ে যে অংশ যাচ্ছে সেটা বোঝানোর জন্য ওই অংশটা নীল আলোয় সাজানো হয়েছে। এমনভাবে আবহ তৈরি করা হয়েছে যাতে যাত্রীরা বুঝতে পারেন ওই সময়টা তাঁরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছেন। কমবেশি পাঁচশো মিটার ওই অংশএর দূরত্ব। এই রুটের মধ্যে শিয়ালদহ থেকে সল্টলেকের পরিষেবা চালু হয়ে গিয়েছে। হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত এই পাঁচ কিলোমিটার রাস্তাও দ্রুত জন সাধারণের জন্য চালু হয়ে যাবে। 



আরও পড়ুন: বারবার তাঁর কাছে হেরেছে মৃত্যু! হুইলচেয়ার সঙ্গী করেই মডেলিং, সামাজিক লড়াইও