অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আজই বাংলায় ফের জনসভা নরেন্দ্র মোদির। তার আগে সরকারি অনুষ্ঠানও রয়েছে তাঁর। আর এদিনই ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড (Howrah Esplanade Metro Route) পর্যন্ত রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। একই সঙ্গে নিউ গড়িয়া (New Garia to Ruby Metro) থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা এবং তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত রুটের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। 


বহু প্রতিক্ষার পর অবশেষে গঙ্গার নীচ দিয়ে গড়াতে চলেছে মেট্রোরেলের (Metro Rail) চাকা। সেই স্বপ্নপূরণ করেই বুধবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


যে বিশেষ মেট্রো রেকে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন সেটিকে বিশেষভাবে সাজানো হয়েছে ফুল এবং রঙিন কাগজ দিয়ে। মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেছেন, 'হাওড়া স্টেশন থেকে এসপ্ল্য়ানেড আসতে বা ধর্মতলা কোথাও মানে কলকাতার কোথাও যদি পৌঁছতে হয়। ধরে নেওয়া যাক সে দমদমে যাবেন বা শ্য়ামবাজার যাবেন বা কুঁদঘাট এলাকায় যাবেন। যেতে তো অনেক সময় লেগে যায়। কমফর্টেবল জার্নি। আরেকটা যেটা সবথেকে অ্য়াডভান্টেজ কম রেটে। খুব অল্প খরচে টিকিটের দাম।'


ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেক এখনও পর্যন্ত চলতে দেখা গিয়েছে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত অংশে। হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা এই ধরনের রেকে করেই মানুষ পৌঁছে যাবেন। হাওড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলস্টেশন। সেখানে মেট্রো হওয়ায় সেখান থেকে একেবারে গঙ্গা পেরিয়ে কলকাতার এসপ্ল্যানেড পৌঁছে যাওয়ার সুবিধা রয়েছে এবং সেখান থেকে মেট্রো রুটের মাধ্যমে উত্তর-দক্ষিণে সহজে চলে যাওয়া যায়। ফলে অনেকটাই মানুষের সুবিধা হবে যাতায়াতে। কালকে উদ্বোধন হওয়ার কবে যাত্রী পরিষেবা কবে শুরু হবে সেদিকেই তাকিয়ে মানুষ।


একইসঙ্গে নিউ গড়িয়া থেকে রুবি অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রো রুটের পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী। জোকা-তারাতলা রুটে পার্পল লাইনে ইতিমধ্যেই মেট্রো পরিষেবা চালু হয়েছে। এই রুট মাঝেরহাট (Joka Majherhat Metro) পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। সম্প্রসারিত রুটের পরিষেবারও উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি।     


সহজে টিকিট কাটার সুবিধা:
নতুন নতুন রুটে মেট্রো পরিষেবা (Metro Rail Ticket) চালুর সঙ্গেই টিকিট কাটার পদ্ধতি আরও সহজ করতে ব্য়বস্থা নিচ্ছে মেট্রো রেল। মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেছেন, 'নতুন নতুন টিকিটিং সিস্টেম আনতে চলেছি। এখন কিউআর কোড টিকিটিং আছে। দ্বিতীয় হল আমরা আরও অনলাইন টিকিটিং চালু করছি। ভবিষ্য়তে হয় তো হোয়াটসঅ্য়াপ টিকিটিং আমরা চালু করে দেব। সেই সব চিন্তাভাবনা আমরা রেখেছি যাতে বাড়িতে বসেই মানুষ টিকিট কাটতে পারেন।'


দোরগোড়ায় লোকসভা ভোট (Lok Sabha Election 2024), তার আগেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো পরিষেবার উদ্বোধন হতে চলায় খুশি মেট্রো যাত্রীরা। তবে প্রতিদিনের যাত্রী পরিষেবা শুরু কবে হবে সেদিকে তাকিয়ে বাসিন্দারা।


আরও পড়ুন: বারবার তাঁর কাছে হেরেছে মৃত্যু! হুইলচেয়ার সঙ্গী করেই মডেলিং, সামাজিক লড়াইও