গৌতম মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ফের অবস্থান-বিক্ষোভ ! না নিয়োগ দুর্নীতি নিয়ে নয়, নাই বা নতুন করে পরিবহণ ইস্যু। এবার সুন্দরবনের নদী, খাঁড়িতে মাছ ধরার সময় বন দফতরের 'জুলুমের' প্রতিবাদে পাথরপ্রতিমার গোবদিয়া নদীতে মৎস্যজীবীদের অবস্থান-বিক্ষোভ।


একদিকে দেশ জুড়ে দেশজুড়ে পরিবহণ-বিক্ষোভের জেরে গতকাল জ্বালানির সঙ্কটের শঙ্কা দেখা গিয়েছিল। সবথেকে বড় বিষয় জ্বালানির সঙ্কট দেখা দিলে পরিবহণ ব্যবস্থা রুদ্ধ হয়ে পড়ার সঙ্গে সঙ্গেই কাঁচামাল থেকে হাজারো জরুরী পণ্য আটকে যাবে। বলার অপেক্ষা রাখে না কোথায় গিয়ে দাঁড়াতে পারে পরিস্থিতি ? যদিও গতকাল রাতেই আন্দোলন প্রত্যাহার হয়ে গিয়েছে। দ্বিতীয়ত রেশন বণ্টনে সমস্যা নিয়ে দেশজুড়ে ১ জানুয়ারি থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন ডিলাররা।


দেশজুড়ে অনির্দিষ্টকালের রেশন ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। ভারত বলতে যেহেতু গ্রামীণ ভারতই মূলত বোঝায়, তাই বেঁচে থাকার জন্য এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সারা দেশের একটা বড় অংশের মানুষের খাদ্য যোগান আসে এখান থেকেই। এবার দেশজুড়ে না হলে, রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলায় দেখা গেল অবস্থান বিক্ষোভ। সুন্দরবনের নদী, খাঁড়িতে মাছ ধরার সময় বন দফতরের জুলুমের প্রতিবাদে পাথরপ্রতিমার গোবদিয়া নদীতে অবস্থান-বিক্ষোভ দেখাল মৎস্যজীবীরা।


রাজ্যের ৫০টি মৎস্যজীবী সংগঠনের ফোরাম ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের ডাকে এদিন বেলা দশটা থেকে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার রামগঙ্গায় ৬ দফা দাবির ভিত্তিতে অবস্থান- বিক্ষোভ চলছে। বংশানুক্রমিকভাবে সুন্দরবনের নদী, খাঁড়িতে মাছ ধরে আসছেন প্রান্তিক মৎস্যজীবীরা। মৎস্যজীবী সংগঠনের অভিযোগ, দিনের পর দিন বন দফতরের জুলুমের শিকার মৎস্যজীবীরা। বিনা কারণে মৎস্যজীবীদের জাল, তেল, নৌকা বাজেয়াপ্ত করছে বনকর্মীরা। অভিযুক্ত বনকর্মীদের শাস্তির দাবি করেছেন বিক্ষোভকারীরা। এদিন সংগঠনের পক্ষ থেকে ৬ দফা দাবি-সহ সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয় পাথরপ্রতিমার বিডিও মহম্মদ ইজরায়েলকে। পাশাপাশি নদীতেও চলে অবস্থান বিক্ষোভ। এদিন দিনভর চলে এই অবস্থান- বিক্ষোভ।


আরও পড়ুন, '..ধারেকাছে কেউ নেই', তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বের মধ্যে মন্তব্য উদয়নের


প্রসঙ্গত, রেশন বণ্টনে সমস্যা নিয়ে দেশজুড়ে ১ জানুয়ারি থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন ডিলাররা। দেশজুড়ে অনির্দিষ্টকালের রেশন ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। দেশজুড়ে প্রায় ৫ লক্ষের বেশি রেশন দোকান বন্ধ থাকবে। রাজ্যে ১৭ হাজারের বেশি রেশন দোকান বন্ধ। রেশন-পরিষেবা ব্যাহত হওয়ায় ৮০ কোটির বেশি গ্রাহকের ভোগান্তির আশঙ্কা। ন্যূনতম আয় সুনিশ্চিত-সহ কমিশন বৃদ্ধির দাবি জানিয়েছেন রেশন ডিলাররা। অভিযোগ, কেন্দ্র-রাজ্য দায় ঠেলাঠেলির জেরে তাঁরা ভুগছেন।