কলকাতা: তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বের মধ্যে বিতর্ক চরমে। কার মুখ দেখে অনুপ্রাণিত হয়ে দলে আসা ? আর দলে কে অপরিহার্য ? দলে ঝাঁঝ বেশি কার ? কে ভবিষ্যত ? গত কয়েকদিনে এই সকল প্রশ্ন তুলে মদন মিত্র, সৌগত রায়, সব্যসাচী দত্ত, কুণাল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায়-সহ তৃণমূলের শীর্ষ নের্তৃত্ব, প্রায় প্রত্যেকেই নিজের দাবিতে অটুট রয়েছেন। এবার মুখ খুললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। 


এদিন উদয়ন গুহ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পর তৃণমূলে অভিষেকের ধারেকাছে কেউ নেই। নতুন প্রজন্মকে মানতেই হবে। যাঁরা নতুন প্রজন্মকে তৈরি করতে পারে না, তাঁদের থেকে ব্যর্থ কেউ নেই।' এরই পাশাপাশি তৃণমূলে সুদীপ-তাপস বিবাদের গ্রাফ ফের তির্যক। এযেনও 'শেষ হয়েও হইল না শেষ।' মূলত তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বের ইস্যুতে গতপরশু সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে।' এরপরেই গতকাল মুখ খোলেন তাপস রায় (Tapas Roy)। 


অভিষেক নেতৃত্বে ছিল, আছে, থাকবে। মমতার জন্যেই আমরা তৃণমূল করতে এসেছি। মমতার মুখই বাংলার মানুষের কাছে একটা প্রতীক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব অপরিহার্য। আমরা সবাই মমতার আশীর্বাদে ভোটে জিতেছি। আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই, নবীনদের জায়গা দিতে হবে। দলের জন্য কতটা পরিশ্রম করছে, সেটা সবার ক্ষেত্রেই দেখতে হবে।' এরপরেই তিনি বলে ওঠেন'সুদীপের এটা বিলম্বিত বোধোদয়, মাঝে তো কিছুদিন দলেই ছিলেন না। 'মমতা না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান, একথা বলেন কী করে?' এদিকে সেই মন্তব্যের ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতে ফের তাপসের নিশানায় সুদীপ। 


আরও পড়ুন, আগামীকাল পানীয় জল বন্ধ থাকবে এই অংশে, পুনরায় স্বাভাবিক হবে কখন ?


এদিন ফের তাপস রায়ের সংযোজন, 'সুদীপের জ্ঞান শুনে আমাকে চলতে হবে? ওকে তুষ্ট করে আমাকে চলতে হবে? ও নিজেকে হাতি ভাবে, কিন্তু সাদা হাতি। আমি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দেখে দল করি। সুদীপ উত্তর কলকাতার ৭টি ওয়ার্ড নিয়ে নিজের মতো কিছু করতে চাইছে। ও ভুলে গিয়েছে, আমি ওঁর থেকে বেশিদিন তৃণমূল করছি। ও তো মাঝে ৬ বছর সিনে ছিল না। ১৫ বছর ধরে আমার সঙ্গে অসভ্যতা করেছে, তার বিচার হোক', তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা তাপস রায়ের।