সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পয়লা জুন উত্তর ২৪ পরগনা জেলার একাধিক কেন্দ্রে লোকসভা ভোট (Lok Sabha Eleection 2024)। এদিকে ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) নদীর বাঁধ ভাঙ্গন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘূর্ণিঝড় রেমালের জেরে নদী বাঁধ ভেঙে ঘুম উড়েছে গ্রামের দুই হাজার মানুষের। আর এই ঘটনাই আতঙ্কে দিন কাটাচ্ছেন মিনাখাঁ বিধানসভার চৈতল গ্রাম পঞ্চায়েতের উত্তর আঁখাতলা গ্রামের মানুষ।

  


স্থানীয় সূত্রে জানা যায়,  উত্তর আখড়াতলা এলাকায় বেতনী নদীর বাঁধ ভেঙে গ্রামের মধ্যে জল ঢুকতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসী। প্রথম পর্যায়ে গ্রামের ছেলেরা গিয়ে নদীর বাঁধ ভাঙ্গন রোখার চেষ্টা করে। ততক্ষণে গ্রামের মধ্যে জল প্রবেশ করে আতঙ্কে নদীপাড়ে এসে ভিড় জমায় গোটা গ্রামবাসী। এদিকেই নদী বাঁধ ভাঙ্গন নিয়ে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, মিনাখাঁ সন্দেশখালি বিস্তীর্ণ এলাকায় নদীর বাঁধ তৃণমূলের পক্ষ থেকে কেটে দেওয়া হচ্ছে। আর এই বাঁধ কেটে দিয়ে মানুষজনকে তাঁদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তৃণমূল, এমনটি অভিযোগ করেছেন বসিরহাট সংগঠনিক জেলার বিজেপির ইনচার্জ শঙ্কর চট্টোপাধ্যায়।


ঘটনাস্থলে গিয়ে দেখা যায় জেনারেটর চালিয়ে লাইট জালানো হয়েছে শাল বল্লা নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যের উপস্থিতিতে ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে নদীর বাঁধ মেরামত শুরু হয়েছে। পঞ্চায়েত সদস্য শ্রী শিবা মণ্ডল জানিয়েছেন, এর সঙ্গে কোনও রাজনীতি নেই। নদীর বাঁধ ভেঙে যাওয়ার সাথে সাথে ইরিগেশন দপ্তরকে খবর দিয়ে সাল বল্লা নিয়ে এসে নদীর বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ সব দলের মানুষ ঐক্যবদ্ধ হয়ে নদীর বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছে। এর সঙ্গে কোনও রাজনীতি নেই। বিজেপি মিথ্যা অভিযোগ করছে।


স্থানীয় গ্রামবাসী অমল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রথম পর্যায়ে নদীর বাঁধ ভালোভাবে মেরামত করা হয়নি যার ফলে এই বিপর্যয় ঘটেছে আমরা আতঙ্কে রয়েছে। রাতের মধ্যে এই বাঁধ মেরামত না হলে গ্রামের আড়াই হাজার মানুষ জলের তলায় যাবে তাই গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধকালীন তৎপরতায় নদীর বাঁধ মেরামতের কাজ শুরু করেছে।


আরও পড়ুন, রেমালের প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সল্টলেকে গাছ ভেঙে বিপত্তি, হাঁটুজলে ভোগান্তি যাত্রীদের..


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।