কলকাতা: মৎস্যজীবীদের জীবিকার কথা মাথায় রেখে এবার 'সমুদ্রসাথী' (Samudrasathi) প্রকল্পের ঘোষণা রাজ্য বাজেটে (West Bengal State Budget 2024)। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত, মৎস্যজীবীদের জীবন ও জীবিকার নানা বাধার কথা মাথায় রেখে এই প্রকল্পের কথা ভাবা হয়েছে। এতে এক জন মৎস্যজীবী প্রতি বছরে দু'মাস ৫ হাজার টাকা করে পাবেন। 


বিশদ...
উপকূলবর্তী জেলা, বিশেষত পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় মৎস্যজীবীদের প্রত্যেক বছরই এপ্রিল থেকে জুন মাসে নানা বাধায় জীবিকার্জনে বাধা আসে, বাজেট বক্তৃতায় জানান রাজ্যের অর্থমন্ত্রী। এই সমস্যার কথা মাথায় রেখেই 'সমুদ্রসাথী' প্রকল্পের ভাবনা। এই প্রকল্প অনুযায়ী, এর ফলে এই ৩ জেলার নথিভুক্ত মৎস্যজীবীদের প্রত্যেকে ওই দুই মাসে ৫ হাজার টাকা করে পাবেন। এর ফলে অন্তত ২ লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন বলে আশা। এই জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। বস্তুত, এদিন নানা ক্ষেত্রে একাধিক বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করেন অর্থমন্ত্রী। 
ভোটের আগে আজ বিধানসভায় পেশ করা হয় রাজ্য বাজেট। এদিন বিধানসভায় বাজেট পেশ করেন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজকের পেশ হওয়া বাজেট প্রস্তাব থেকেই আগামী এক বছরের উন্নয়নের অভিমুখ ঠিক করেন রাজ্যের অর্থমন্ত্রী। গ্রামবাংলার ভোটের আগে কী চমক রয়েছে বাজেটে? কোন খাতে কত বরাদ্দ? আম জনতার কি কোনও সুরাহা হবে? বাড়ি-গাড়ির রেজিস্ট্রেশনে মিলবে কোনও বাড়তি সুবিধা? এ প্রশ্নের মাঝেই বড় ঘোষণা তৃণমূল সরকারের। এদিন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন, 'লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ থেকে বেড়ে ১০০০। জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে ১২০০।' ভোটের মুখে রাজ্য বাজেটে প্রায় দ্বিগুণ বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। 


তা ছাড়া...
কেন্দ্রের ১০০ দিনের কাজের পাল্টা এবার রাজ্যবাসীদের জন্য ৫০দিনের কাজের প্রকল্প চালু করবে রাজ্য সরকার। রাজ্য বাজেটে এই ঘোষণাও করেন অর্থ প্রতিমন্ত্রী । নতুন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'কর্মশ্রী'। আগামী মে মাস থেকে কার্যকর হবে নতুন এই প্রকল্প।  রাজ্যবাসীর জন্য নতুন প্রকল্প ঘোষণা করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যেখানে তিনি বলেন,''রাজ্য সরকার তার সীমিত আর্থিক বাজেটের মধ্যে রাজ্যবাসীর জন্য কাজ করে চলেছে। অথচ ১০০ দিনের প্রকল্পে রাজ্যের পাওনা দিচ্ছে না কেন্দ্র।'' 


আরও পড়ুন:আরও ৪ শতাংশ বাড়ল DA, বাজেটে ঘোষণা মমতা সরকারের