মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুজো: দুর্গাপুরের গোপাল মাঠের রায় বাড়ির পুজোর বয়স দু’শো পেরিয়েছে। এই বাড়ির পুজোর বৈশিষ্ট হল সপ্তমীর সিঁদুর খেলা। নবপত্রিকা স্নানের পর, বরণ করে নেন বাড়ির মহিলারা। এরপর শুরু হয় সিঁদুর খেলা। পুজোর চারদিন গোটা পরিবার একত্রিত হয়।
জমজমাট সপ্তমী: আজ মহাসপ্তমী ৷ শাস্ত্রমতে পুজো শুরু ৷ সপরিবারের মা দুর্গার পিতৃগৃহে প্রবেশের দিন৷ দেবীর নবপত্রিকা স্নান ও প্রাণ প্রতিষ্ঠাই সপ্তমী পুজোর মুখ্য আচার৷ কৃষি প্রধান বাংলায় ৯টি ওষধি বৃক্ষকে ও ৯ দেবীজ্ঞানে চলে এই স্নানপর্ব। এগুলি হল কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান। নবপত্রিকার পরই দেবীর মহাস্নান। তারপর ঘটে দেবীর প্রাণপ্রতিষ্ঠা করে শুরু মহাপুজো। সপ্তমীর সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছে বিভিন্ন মণ্ডপে ৷ ঢাকের বাদ্যিতে জমজমাট সপ্তমীর পুজো।
বাড়ির পুজোর অভিনবত্ব: রাস্তায় জনজোয়ার। মণ্ডপে ঠাকুর (Durga Puja 2022) দেখার ভিড়। কোথাও সাবেকীয়ানা, কোথাও থিমের বাহার। কলকাতার (Kolkata) উত্তর থেকে দক্ষিণ, আলো ঝলমলে মণ্ডপে প্রতিমা দর্শন। আচার মেনে পুজো চলছে বনেদি বাড়িতে। পিছিয়ে জেলার পুজোগুলিও। দুর্গাপুরের রায় বাড়ির এই পুজো প্রায় ২০০ বছরের পুরনো। প্রথম থেকেই এই নিয়মের প্রচলন আছে বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা। আগামীকাল অষ্টমীর অঞ্জলির পাশাপাশি সন্ধিপুজো এবং পূর্ণাহুতি হোম হয়। দশমীতেও রয়েছে চমক। রীতি মেনে প্রথমে বিসর্জন দেওয়া হয় কলাবউ। এরপর হয় যাত্রাবন্ধন। তবে দশমীতে সিঁদুর খেলার নিয়ম নেই। মা দুর্গাকে সিঁদুর পরিয়ে মিষ্টি মুখ করে, নিরঞ্জন করা হয়।
চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনে মহাসপ্তমীর মহাপুজো অনুষ্ঠিত হল বেলুড় মঠে৷ ভোরে মঙ্গলারতি শেষে বিভিন্ন উপাচার-সহ স্নানের পর নবপত্রিকাকে আনা হয় মণ্ডপে৷ তারপর প্রতিমার চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠার পর, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো শুরু৷ করা হয়েছে ভোগের আয়োজনও। আজ থেকে পুজোর ক’দিন সারাদিন খোলা থাকবে বেলুড় মঠ। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো এবার ১২৭ বছরে পা দিল। কীর্ণাহারের মিরিটির বাড়িতে প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ই এখন পুজোর দায়িত্ব পালন করেন। পারিবারিক প্রথা মেনে বাড়ির পাশেই কুয়ে নদীতে নবপত্রিকা স্নান ও ঘট ভরা হয়। তবে প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর অনেকটাই জৌলুস হারিয়েছে মিরিটির বাড়ির এই পুজো। নেই চেনা ব্যস্ততা, নিরাপত্তার কড়াকড়ি।
আরও পড়ুন: Durga Puja 2022: বাংলার ঢাকের বোলে মুখরিত জার্মানি, স্টুটগার্টে পুজোর আয়োজন প্রবাসীদের