সুনীত হালদার, হাওড়া: হাওড়া স্টেশনে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার। এক যাত্রীর কাছ থেকে কয়েক কোটি টাকার বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে। আমেরিকার ডলার, সিঙ্গাপুরের ডলার এবং সৌদি আরবের রিয়াল নিয়ে স্টেশনে নেমেছিলেন তিনি। নজরদারি চালাতে গিয়ে তাঁকে দেখে সন্দেহ হয় রেল পুলিশের। সেই মতো পাকড়াও করা হয় তাঁকে। ওই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা কোথা থেকে পেলেন তিনি, জানার চেষ্টা চলছে। তিনি উত্তরপ্রদেশ থেকে হাওড়া স্টেশনে নামেন। (Howrah Station)
রবিবার সকালে হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা-সহ এক যাত্রীকে পাকড়াও করে রেল পুলিশ। ভারতীয় মুদ্রায় তাঁর কাছ থেকে প্রায় ২ কোটি ৬১ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। গোপন সূত্র একদিন আগেই রেল পুলিশের ক্রাইম ইনটেলিজেন্স শাখার কাছে রেলপথে বিদেশি মুদ্রা পাচারের খবর এসেছিল। (Foreign Currency)
সেই মতো রবিবার সকাল থেকেই হাওড়া স্টেশনে নজরদারি চলছিল। ডাউন পটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস এসে থামলে, তাতে চেপে আসা এক যাত্রীর কাছ থেকেই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার হয়। ট্রেন যখন প্ল্যাটফর্মে ঢোকে, কালো জ্যাকেট পরিহিত এক যাত্রীর গতিবিধি দেখে সন্দেহ জাগে রেল পুলিশের। সেই মতো তাঁকে পাকড়াও করা হয়।
এর পর তল্লাশি শুরু হয়। ওই ব্যক্তির জিনিসপত্র, জামাকাপড় থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার হয়। জানা গিয়েছে, ওই যাত্রীর ব্যাকপ্যাক এবং প্যান্টের পকেট থেকে ২ লক্ষ ৮০ হাজার আমেরিকার ডলার, ৫২ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৬০০ সিঙ্গাপুর ডলার পাওয়া গিয়েছে। সবমিসিয়ে ভারতীয় মুদ্রায় দাম ২ কোটি ৬০ লক্ষ ৯ হাজার ৯০০ টাকা।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই যাত্রী উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে আসছিলেন। তাঁর নাম হেমন্ত কুমার পাণ্ডে বলে জানা গিয়েছে। বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা পাওয়া গেলেও, তার সাপেক্ষে কোনও কাজ দেখাতে পারেননি ওই ব্যক্তি। রেল পুলিশ ওই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেছে। ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। জানা গিয়েছে, গোরক্ষপুরের এক অপারেটরের কাছ থেকে ওই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা নিয়ে কলকাতায় আসছিলেন ওই ব্যক্তি। কলকাতার পার্ক স্ট্রিটে পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল। আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে।