কলকাতা: বিদেশি রোগীদের (Patient) আর বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবে না রাজ্যের সরকারি হাসপাতাল। গত শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে স্বাস্থ্য দফতর। (Government Hospital) 


নির্দেশিকাতে বলা হয়েছে



  • কোনও বিদেশি নাগরিকের জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন হলে তৎক্ষণাৎ যথাযথ ব্যবস্থা নিতে হবে। কিন্তু তবে তার জন্য নির্দিষ্ট খরচ দিতে হবে রোগী বা তার পরিবারকে।

  • পেসমেকার, স্টেন্ট , অস্ত্রোপচারের জন্য খরচ ও হাসপাতালের বেডের ভাড়া দিতে হবে স্বাস্থ্যসাথী প্রকল্পের নির্ধারিত খরচ অনুযায়ী। যে চিকিৎসার প্যাকেজ ওই প্রকল্পে নেই, সেগুলির জন্য নির্দিষ্ট খরচ ধার্য করবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। কেবিন, পেয়িং কেবিনের জন্য সরকার নির্ধারিত খরচ দিতে হবে বিদেশিদের।

  • যে কোনও বিদেশি রোগীর চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে এলে তাঁর চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য আলাদা ভাবে স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট পোর্টালে রাখতে হবে।

  • ভর্তির পরে নির্দিষ্ট পোর্টালে ফর্ম সি-র মারফত তথ্য জানাতে হবে ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসারকে। পাসপোর্ট, ভিসা সংক্রান্ত সমস্ত তথ্য নথিভূক্ত করতে হবে।


পরিসংখ্যান বলছে, প্রতিবেশি রাজ্য বিহার, ঝাড়খণ্ড, অসম, ওড়িশা তো রয়েছেই। পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভুটান, বাংলাদেশসহ আইসল্যান্ড, কাজাখস্তান, জিব্রাল্টারের মতো সুদূর দেশ থেকে এই রাজ্যে চিকিৎসার জন্য আসেন রোগীরা। এবং এতদিন এই রাজ্যের বাসিন্দাদের মতোই বিনামূল্যে চিকিৎসা পেতেন তাঁরা। তবে এ নিয়ে এবার সিদ্ধান্ত নিল রাজ্যের স্বাস্থ্য দফতর (State Health Department)। 


রাজ্যের হাসপাতালগুলোতে ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ। আউটডোরে মাত্র দু টাকা টিকিট কেটেই পেয়ে থাকেন যাবতীয় চিকিৎসা। রাজ্যের মানুষ তো বটেই, এতদিন এই পরিষেবা পেয়ে এসেছেন বিদেশিরাও। যা নিয়ে এবার খানিক নড়েচড়ে বসল রাজ্য স্বাস্থ্য দফতর। মনে করা হচ্ছে রাজ্য তথা দেশবাসীকে বিনামূল্যে যে সুবিধা দেওয়া হয়, সেই একই সুবিধা বিনামূল্যে বিজেশিদের দিতে খরচ হচ্ছে বিপুল অর্থ। বিদেসিদের পরিষেবা দিতে গিয়ে বঞ্চিত হচ্ছে রাজ্যের বহু মানুষ। তাই এবার এই নিয়ে নয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। বলা হয়েছে চিকিৎসার ন্যুনতম খরচ দিয়ে তবেই সরকারি হাসপাতালে পরিষেবা পাবেন বিদেশিরা।


সূত্রের খবর বিদেশি রোগীর চিকিৎসা সংক্রান্ত সুনির্দিষ্টি একটি নীতি তৈরির জন্য গঠিত হয়েছে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি। সেই কমিটি রিপোর্ট জমা দিয়েছে এবং তার ভিত্তিতে নিয়মাবলি তৈরি করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর।           


আরও পড়ুন: Murshidabad: রানিনগর ২-এর বোর্ড গঠনে অন্তর্বর্তী স্থগিতাদেশ! কী জানাল হাইকোর্ট?