নিউইয়র্ক: বছর দু'য়েক আগে ফ্লাশিং মিডোতেই নোভাক জকোভিচকে (Novak Djokovic) তিন সেটের লড়াইয়ে হারিয়ে যুক্তরাষ্ট্র ওপেন (US Open 2023) চ্যাম্পিয়ন হয়েছিলেন দানিল মেদভেদেভ (Daniil Medvedev)। সেই রাশিয়ানকে হারিয়ে চতুর্থ যুক্তরাষ্ট্র ওপেন জিতলেন জকোভিচ। এর আগে ২০১১, ২০১৫ ও ২০১৮ সালেও এই খেতাব সার্বিয়ানের হাতে উঠেছিল। পছন্দের উইম্বলডন ফাইনালে পরাজিত হলেও, এই বছরে বাকি তিন স্ল্যামেই 'জোকার-রাজ' দেখল টেনিসবিশ্ব। 


২০২২১ সালে মেদভেদের বিরুদ্ধে তিন সেটের লড়াইয়ে হারতে হয়েছিল জকোভিচকে। সেই তিনি সেটের ম্যাচেই এবার জয় পেলেন জকোভিচ । সব মিলিয়ে নিজের ২৪তম গ্র্যান্ডস্ল্যাম জিতে মার্গারেট কোর্টের রেকর্ড স্পর্শ করলেন 'জোকার'। ম্যাচের স্কোর জকোভিচের পক্ষে ৬-৩, ৭-৬ (৫), ৬-৩। তবে ম্যাচের স্কোরলাইন যাই হোক না কেন, ক্লান্তি ও দুরন্ত মেদভেদেভ কিন্তু জকোভিচের এই জয়ের পথে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন।


দুই তারকার দ্বিতীয় সেট ১০৪ মিনিট ধরে চলে। দেড় সেট মতো জকোভিচের দাপট দেখা গেলেও, ম্যাচে সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করেছিলেন মেদভেদেভ। এক পয়েন্টের জন্য ৩১ শটের ব়্যালির পর জকোভিচের ক্লান্তি চোখেমুখে ধরা পড়ে। তবে জকোভিচ নিজের দক্ষতা ও অভিজ্ঞতা দেখিয়ে সেট পয়েন্ট তো বাঁচানই জিতে নেন সেটও। তৃতীয় সেটে অবশ্য তেমন আর কসরত করতে হয়নি জকোভিচকে। স্ট্রেট সেটে তিনি ম্যাচ ও স্ল্যাম জিতে নেন। 


রেকর্ড ২৪ স্ল্যাম জয়ের পর আবেগাপ্লুত জকোভিচ বলেন, 'এই খেলাতে ইতিহাস গড়াটা সবদিক থেকে বিশেষ অনুভূতির। আমি ভাষায় নিজের অনুভূতি ব্যক্ত করতে পারব না। আমার যখন সাত, আট বছর বয়স ছিল, তখন আমি সেরা খেলোয়াড় হওয়ার এবং উইম্বলডন জেতার স্বপ্ন দেখতাম। ওটাই আমার একমাত্র স্বপ্ন ছিল। সেই স্বপ্নপূরণ হওয়ার নতুন স্বপ্ন দেখতে শুরু করি। তবে এখানে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম হাতে যে দাঁড়িয়ে থাকব, সেটা কল্পনাতীত ছিল।'


দুরন্ত ম্যাচের পর জকোভিচের প্রতিপক্ষও তাঁর দক্ষতার প্রতি কুর্নিশ জানান। মেদভেদেভ বলেন, '২৪। আমার নিজের কেরিয়ারের দিকে তাকালে মনে হয় যে আমার কেরিয়ারটা মোটামুটি মন্দ নয়। আমি ২০টি খেতাব জিতেছি। আর সেখানে তোমার কাছে ২৪টি স্ল্যাম রয়েছে। তোমার এবং তোমার দলকে অনেক অনেক অভিনন্দন। তোমরা সকলেই অবিশ্বাস্য।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: দর্শকাসনে খেলা উপভোগ করা থেকে আর্থার অ্যাশ কোর্টের নতুন রানি গফ