পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: সবুজায়নের (greening) জন্য নয়া উদ্যোগ। শুশুনিয়া পাহাড়ের (Susunia Hills) কোলে 'সিড বম্ব' (Seed Bombs) তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে বনবিভাগ। 


শুশুনিয়া পাহাড়ের কোলে সবুজায়নের নয়া উদ্যোগ


শুশুনিয়া পাহাড়ের কোলে 'সিড বম্ব' তৈরি করে বৃক্ষরোপনের উদ্যোগ নিল বনবিভাগ। পাহাড়ের কোলে প্রকৃতির সবুজায়ন করতেই এমন অভিনব ভাবনা ও পদ্ধতির মাধ্যমে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর কাজ শুরু করেছে বনবিভাগ। আগামী দিনে শুশুনিয়া পাহাড়ের কোলের ফাঁকা স্থান ভরে উঠবে গাছগাছালিতে, বাড়াবে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্য, আশাবাদী বনবিভাগ। 'সিড বম্ব' হচ্ছে বিভিন্ন ধরনের গাছের বীজ নিয়ে একটি বলের মতো গোলা তৈরি করে তা মাটিতে পুঁতে দেওয়া। পরবর্তীকালে এই 'বোমা'র মধ্যে থেকেই সবুজ গাছপালার 'বিস্ফোরণ' হয়। 


বাঁকুড়ার (Bankura) পশ্চিম প্রান্তে অপরূপ সৌন্দর্য্যের ডালি নিয়ে দাঁড়িয়ে শুশুনিয়া পাহাড়, যা ডাক দেয় প্রকৃতি প্রেমীদের। সবুজ পাহাড়ের নানা গাছগাছালির মধ্যে দিয়ে নুড়ি পাথরের রাস্তা ধরে পাহাড়ে চড়ার এক অনন্য অভিজ্ঞতা খুঁজে পান ভ্রমণ পিপাসু মানুষজন। 


সেই শুশুনিয়া পাহাড়ের কোল আরও সবুজে ভরিয়ে দিতে শুরু হয়েছে বিশেষ এই কর্মসূচী। শুশুনিয়া পাহাড়ের কোলে যে সমস্ত প্রান্তে গাছ নেই, সেখানে রয়েছে শুধু পাথর। আবার বারবার শুশুনিয়া পাহাড়ে আগুন লেগেও নষ্ট হয়েছে বহু গাছপালা। এর ফলেও পাহাড়ের কিছু অংশ, শুশুনিয়ার কোল ফাঁকা হয়েছে। শুশুনিয়া পাহাড়ের কোলের ফাঁকা স্থান অভিনবভাবে চির সবুজ করতে উদ্যোগী হয়েছে বনবিভাগ। নুড়ি পাথরের বুকে 'সিড বোম'-এর সাহায্যে, সেগুলি লাগিয়ে শুশুনিয়া পাহাড়ের সৌন্দর্য্য আরও বৃদ্ধি করতে উদ্যোগ নিয়েছে ছাতনা বনদফতর। 


আরও পড়ুন: Panchayat Election : পঞ্চায়েতে বোর্ড গড়ার জন্য খাস কলকাতা থেকে জয়ী প্রার্থীদের 'অপহরণ' ! বামেদের লিখিত অভিযোগ


বিভিন্ন প্রজাতির গাছের বীজ একটি বিশেষ পদ্ধতির মধ্য দিয়ে বলের আকার তৈরি করে, সেই বলের মধ্যেই বীজকে অঙ্কুরিত করা হয়। যা বনদফতরের ভাষায় 'সিড বম্ব' নামেই পরিচিত। সেই সিড বম্ব ফেলে দেওয়া হচ্ছে শুশুনিয়া পাহাড়ের কোলের ফাঁকা অংশে। সেখানে ফেলে দেওয়া ওই সিড বম্ব থেকে অঙ্কুর ধীরে ধীরে পাথরের কোল ধরে গজিয়ে উঠবে গাছে। এই পদ্ধতির মধ্য দিয়ে আগামীদিনে শুশুনিয়ার ফাঁকা স্থানও ভরে উঠবে চিরসবুজে, মনে করছে বনদফতর। এই উদ্যোগে শুশুনিয়ার প্রকৃতি আরও বেশী করে প্রকৃতি প্রেমিক মানুষের কাছে আকর্ষণের জায়গা হয়ে উঠবে বলে মত বনদফতরের।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial