হিন্দোল দে, কলকাতা : পঞ্চায়েতে (Panchayat Election 2023) বোর্ড গড়ার জন্য খাস কলকাতা থেকে জয়ী প্রার্থীদের 'অপহরণ'! মথুরাপুর ব্লকে বিজেপির ৩ ও বাম সমর্থিত ১ নির্দল প্রার্থীকে অপহরণের অভিযোগ। পঞ্চসায়র থানা এলাকায় পিয়ারলেস হাসপাতালের কাছে ভাড়া বাড়ি থেকে 'অপহরণ' করা হয়েছে বলেই অভিযোগ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের লিখিত অভিযোগ দায়ের করেছেন।


মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫ টি। পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস জেতে ৪টি আসনে। সিপিএম পায় ৩টি আসন, বিজেপি প্রার্থীরা পান ৬টি আসন, নির্দল প্রার্থীরা জেতেন ২টি আসনে। বোর্ড গড়ার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ বিরোধী প্রার্থীদের। বিরোধীদের অভিযোগ, ভোটের রেজাল্টের পর থেকেই জয়ী বিরোধী প্রার্থীদের দলে টানার জন্য় চাপ দিচ্ছিল তৃণমূল।এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় ! অভিযোগ, পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। কেউ আসতে চাইলে আসতেই পারেন, কাউকে অপহরণ করা হয়নি, দাবি তৃণমূলের।


জানা যাচ্ছে, বিয়ে আছে বলে দিনদশেকের জন্য বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। কিন্তু রাতে ৩-৪টি গাড়ি চেপে কয়েকজন আসেন, জোর করে এদের তুলে নিয়ে যাওয়া হয়। চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গিয়েছে, দাবি বাড়ির মালিকের। জয়ী বিরোধী প্রার্থীদের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। যদিও তৃণমূল বক্তব্যের কার্যত একই সুর শোনা গেছে পুলিশের তরফেও। লালবাজারের তরফে জানানো হয়েছে, যে ৪ জন অপহৃত হয়েছেন বলে অভিযোগ, তাঁদের সুনির্দিষ্টভাবে খোঁজ পাওয়া যায়নি। তবে শুক্রবার বিকেলে পঞ্চসায়রের ওসি-র কাছে একটি চিঠি এসেছে, যেখানে জানানো হয়েছে, তাঁরা নিজেরাই চলে গেছেন এবং নিরাপদে আছেন। ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার গোটা ঘটনা খতিয়ে দেখছেন।


গান পয়েন্টে রেখে, খাস কলকাতার ভাড়াবাড়ি থেকে জয়ী বিরোধী প্রার্থীদের অপহরণের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আদালতের দ্বারস্থ কান্তি গঙ্গোপাধ্য়ায়। পুরোটাই নাটক, কেউ ওদের সঙ্গে থাকতে চাইছে না, স্বেচ্ছায় আসছে, অভিযোগ অস্বীকার করে, পাল্টা দাবি সওকত মোল্লার। এদিকে, গোটা বিষয়টি নিয়ে তৃণমূল ও বাম দুই পক্ষকেই খোঁচা দিয়েছে শুভেন্দু অধিকারীর, তিনি বলেছেন, একদিকে বলছেন ১৫ অগাস্টের মধ্যে বোর্ড গঠন, কিন্তু ওনার ক্যাডাররা চলে যাচ্ছেন, যেখানে বিরোধীরা পেয়েছে, সেখানেও ভাঙতে হবে। তাই পুলিশকে পুরী পাঠিয়ে দিচ্ছেন, তাই কান্তি গঙ্গোপাধ্যায়কে বলব কোর্ট না গিয়ে, সীতারামকে করুন। ওনি বেঙ্গালুরুর বৈঠক অনুযায়ী বলতে পারবেন।


আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডারে এবার মুসলিম মহিলাদেরও হাজার টাকা করে দেওয়ার দাবি, তৃণমূল বিধায়কের মন্তব্যে তরজা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন