কলকাতা : হেপাটাইটিস হল লিভারে যদি প্রদাহ। কখনও-সখনও সামান্য চিকিৎসাতেই সারতে পারে এই অসুখ, কখনও আবার তা এগোতে পারে ভয়ঙ্কর পরিণতির দিকে ! বিস্তারিত জানাচ্ছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. প্রভাসপ্রসূন গিরি। 


হেপাটাইটিসের মূল কারণ হল ভাইরাস ইনফেকশন। এই ইনফেকশনকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। কিছু ইনফেকশন hepatotropic viruses এর কারণে হয়, এই ভাইরাসগুলোর উদ্দেশ্যই হল লিভারের ক্ষতি করা। হেপাটাইটিস A, B, C, D, E ভাইরাস সরাসরি হানা দেয় লিভারে।  এছাড়া কিছু নন-হেপাটোট্রপিক ভাইরাসের কারণেও হেপাটাইটিস হয়। যেমন ডেঙ্গি, অ্যাডিনোভাইরাসও লিভারে হেপাটাইটিস ঘটাতে পারে। হেপাটাইটিস A এবং E সংক্রমিত হয় দূষিত খাদ্য বা পানীয়ের মাধ্যমে। আর  হেপাটাইটিস-বি, সি সংক্রমিত হয় দূষিত রক্তের মাধ্যমে অথবা শরীর থেকে নিঃসৃত তরলের মাধ্যমেও। 


ইনফেকশন ছাড়া অন্য কোনও কারণেও হেপাটাইটিস হতে পারে।।  যেমন কোনও কোনও ওষুধের ওভারডোজ বা দীর্ঘদিন ধরে কোনও কোনও ওষুধ খেয়ে গেলে হেপাটাইটিস হতে পারে। যেমন - ড্রাগ ইনডিউজ হেপাটাইটিস। কিংবা অটো ইমিউন হেপাটাইটিস। 

যেভাবেই হেপাটাইটিস হোক না কেন, প্রথমেই তা লিভার বা যকৃতের স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটায়।   রক্তে বিলিরুবিন-এর পরিমাণ বেড়ে যায়, জন্ডিস হয়। বাড়াবাড়ি হলে লিভার ফেলিওর হতে পারে। সিরোসিস অফ লিভারও হতে পারে। এর থেকে ছাড় পায় না শিশুরাও। 


প্রথমেই লক্ষ রাখতে হবে শিশুদের কয়েকটি শারীরিক লক্ষণের উপর । যেমন - 



  • অসম্ভব ক্লান্ত লাগা।

  • জন্ডিস হলে যেমনটা হয়, চোখ বা ত্বকের সাদা অংশ হলদেটে হয়ে যাওয়া।

  • পেটে ব্যথা করা ।

  •  প্রস্রাবের রং গাঢ় হতে হতে হলুদ রঙের হয়ে যাওয়া।

  • খিদে চলে যাওয়া ।   

    বিরাট এই সমস্যা এড়ানো যেতে পারে একটু সতর্কতা ও সঠিক সময়ে ভ্যাকসিনেশনটুকু করালে। 

  • কোনও কারণে কোথাও থেকে রক্ত নিতে গেলে সতর্ক থাকতে হবে। 

  • সবসময় ডিজপোজেবল নিডল ব্যবহার করতে হবে। 

  • বাচ্চাকে পরিশ্রুত জল খাওয়াতে হবে। 

  • বাচ্চার খাওয়া-দাওয়ার ক্ষেত্রে পরিচ্ছন্নতার বিষয়টিতে নজর রাখতে হবে। 

  • একমাত্র হেপাটাইটিস A ও B - র ক্ষেত্রে ভ্যাকসিন রয়েছে। আর কোনও হেপাটাইটিসের বিরুদ্ধে কোনও টিকা নেই। 

    হেপাটাইটিস B এর টিকা : একমাত্র হেপাটাইটিস বি-র টিকা সরকারি টিকাকরনের ( National Immunization Schedule ) তালিকায় অন্তর্ভূক্ত। একদম জন্মের পর ও তারপরে ৬ সপ্তাহ, ১০ সপ্তাহ ও ১৪ সপ্তাহের মাথায় এই হেপাটাইটিস বি-র টিকা দেওয়া হয়। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে এই টিকা নিতে পারে বাচ্চারা। 

    হেপাটাইটিস A এর টিকা : এই টিকা কিন্তু National Immunization Schedule-র অন্তর্ভূক্ত নয়। Indian Academy Of Pediatrics এর vaccination schedule এর অন্তর্ভূক্ত এই টিকা। এটি কোনও বেসরকারি হাসপাতাল, বা প্রাইভেট প্র্যাকটিশনারের থেকে নিতে হবে। তাহলেই সারা জীবনের জন্য অনেকটা সুস্থ থাকা যাবে। তাই সেটা খেয়াল করে নিতে হবে। ডোজ বলে দেবেন চিকিৎসকরাই। 

    হেপাটাইটিসকে সাধারণ জন্ডিস বলে অবহেলা করা যাবে না। শিশুর জীবন বাঁচাতে এই দুই টিকা নিতেই হবে। 


    ডা. প্রভাসপ্রসূন গিরি