ভাস্কর মুখোপাধ্যায়, আবির দত্ত, কলকাতা: নিয়োগ-দুর্নীতির তদন্তে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশির পরই নতুন দল ঘোষণা করলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারী। নতুন রাজনৈতিক দলের নাম, সর্বভারতীয় আর্য মহাসভা। তৃণমূলের সঙ্গে এর যোগ নেই বলেও দাবি করেছেন বিভাস। তাঁর দাবি, ২০২১ সালেই তৃণমূল ছেড়েছিলেন। জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সে কথা রেজিস্ট্রি চিঠি দিয়ে জানিয়েও ছিলেন। এর পরও দলে তাঁর নাম রাখা হয়েছিল, কিন্তু তিনি তৃণমূলের কোনও সভা বা অনুষ্ঠানে যোগ দিতেন না বলে দাবি করেছেন বিভাস অধিকারী। বর্তমানে বিভাস সেন্ট্রাল ওয়্যার হাউসিং কর্পোরশনের চেয়ারম্যান। তৃণমূলে থাকলে কেন্দ্রীয় সরকারি দফতরের পদে থাকতাম? পাল্টা প্রশ্ন তুলেছেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারী।
রাতারাতি ভোল বদল। তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারী, যার বীরভূমের বাড়িতে, আশ্রমে এবং কলকাতার ফ্ল্যাটে একযোগে গতকাল তল্লাশি চালিয়েছে সিবিআই। গতকালই বিভাস আচমকা বলেন, তিনি তৃণমূলের সঙ্গে যাবতীয় সংসর্গ ত্যাগ করেছেন এবং আর্য ভারত নামে নতুন দল তৈরি করেছেন যা ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের অনুমোদন পেয়েছে। আজ সেই দলের আত্মপ্রকাশ এবং তারা আগামী যেসব নির্বাচন আসন্ন তাতে প্রার্থীও দেবেন বলে ভাবনা চিন্তা করছেন।। আচমকা এই ভোল বদল নিয়ে নিয়োগ দুর্নীতি কান্ডের নতুন করে রাজনৈতিক বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে।
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার CBI-এর ম্যারাথন জিজ্ঞাসাবাদ। নলহাটির বাড়ি ও লাগোয়া আশ্রমে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি, কলকাতার ফ্ল্যাট সিল করে দেওয়ার পর, রবিবার নিজাম প্যালেসে তলব। এসবের মাঝেই কার্যত সবাইকে চমকে দিয়ে একেবারে ভোলবদল করে,নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন, তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারী। দলের নাম রাখলেন 'সর্বভারতীয় আর্য মহাসভা'
বিভাস অধিকারী, নলহাটির কৃষ্ণপুর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের মালিক। অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি তিনি। সেই সূত্রে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর সঙ্গেও তাঁর সুসম্পর্ক ছিল। শিক্ষার পাশাপাশি, রাজনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন বিভাস।
তৃণমূল তাঁকে, নলহাটি ২ নম্বর ব্লকের সভাপতি করেছিল। যদিও পরে সেই পদ তিনি ছেড়ে দেন বলে দাবি করেন বিভাস। বর্তমানে তিনি মোদি সরকারের Central Warehousing Corporation-এ একটি পদে রয়েছেন বলেও দাবি করেন, নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত।
স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু হওয়ার পরই সামনে আসে বিভাস অধিকারীর নাম। এমনকী CBI স্ক্যানারে থাকা গোপাল দলপতি ও তৃণমূলের বহিষ্কৃত নেতা, ধৃত কুন্তল ঘোষের মুখেও শোনা যায় বিভাসের নাম।
এর আগে গত অক্টোবরে কলকাতার আমহার্স স্ট্রিটে, তাঁর একটি ফ্ল্যাট সিল করে দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরে তারা সেটি খুলে দিলেও, শনিবার ফের সেটি সিল করে দেয় CBI. এসবের মাঝেই তিনি নতুন রাজনৈতিক দল ঘোষণা করায়, বিতর্ক মাথাচাড়া দিয়েছে বঙ্গ রাজনীতিতেও। এদিকে তলব পেয়েও রবিবার নিজাম প্যালেসে হাজিরা দেননি বিভাস অধিকারী। CBI সূত্রে দাবি করা হচ্ছে, সোমবার হাজিরা দেবেন তিনি।