সৌভিক মজুমদার, কলকাতা : প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ( Buddhadeb Bhattacharjee) চারবার খুনের ছক কষা হয়েছিল! এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন, প্রাক্তন IPS অফিসার এবং গোয়েন্দাকর্তা দিলীপ মিত্র। কীভাবে সেই ষড়যন্ত্রের কথা জানা গেছিল?
মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্যকে চার-চারবার খুনের ছক কষা হয়েছিল! রেকি করতে মহাকরণে পর্যন্ত ঢুকে গেছিল চক্রীরা ! প্রথমবার এই বিস্ফোরক তথ্য সামনে আনলেন প্রাক্তন IPS অফিসার এবং গোয়েন্দাকর্তা দিলীপ মিত্র! এবিপি আনন্দকে জানালেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা! প্রাক্তন IPS অফিসার দিলীপ মিত্রর দাবি, বুদ্ধদেব ভট্টাচার্যকে খুনের প্রথম ছকটি জানা গেছিল ডানলপ থেকে গ্রেফতার হওয়া এক ব্যক্তিকে জেরা করে। দিলীপ মিত্রের কথায় ' যে ব্যক্তি ধরা পড়ে তার কাছে ঠিকঠাক ডকুমেন্ট ছিল, MA English। জুলিয়াস সিজারের কোট জিজ্ঞেস করলাম, বলতে পারল না। তাকে রিমান্ডে নিয়ে ১০-১২ দিন জেরা করা হয়। জানতে পারা গিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে মারার ওঁদের ছক ছিল অতর্কিত আক্রমণ করে বা মানবোমা দিয়ে '
আরও পড়ুন :
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খুনের পরিকল্পনার বিষয়ে দ্বিতীয় সূত্রটি মেলে শিলিগুড়িতে ধরা পড়া এক ব্যক্তিকে জেরা করে। ২-১ দিনের মধ্যে বুদ্ধবাবুর জঙ্গলমহলে যাওয়ার প্ল্যান ছিল। ওই ব্যক্তি দাবি করেছিল , ' আমরা চন্দ্রবাবু নায়ডুকে হত্যার চেষ্টা করেছি... ঠিকমতো এক্সপ্লোসিভ প্লেস করতে পারিনি... বুদ্ধবাবুকে করব'
প্রাক্তন IPS অফিসার দিলীপ মিত্র , কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের DC, রাজ্যের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের DIG, বর্ডার, IG, বর্ডার, স্পেশাল IG, বর্ডার , ADG, বর্ডার ছিলেন। তাঁর দাবি, এরপর বুদ্ধদেব ভট্টাচার্যকে যেভাবে খুনের ছক কষা হয়, তা হাড় হিম করে দেওয়ার মতো।
সেবার চক্রী খাস মহাকরণে ঢুকে পড়েছিল! দিলীপ মিত্র বলেন, কেন্দ্রীয় সরকার সেবার সতর্ক করেছিল রাইটার্সে হামলা হতে পারে। ' সিএমের ঘরের ওপরের ঘর থেকে একজনকে অ্যাপ্রিহেন্ড করে নিয়ে এলাম। সে বাংলাদেশি,ফলস ডাক্তার। ডকুমেন্ট ঠিক ছিল তারও। বলা হয়েছিল, কোথায় বোম রাখলে সিএম অফিস উড়ে যাবে। '
দিলীপ মিত্রর দাবি, চতুর্থবার খুনের ছকের বিষয়টি সামনে আসে মুর্শিদাবাদের এক দম্পতিকে জেরা করে। তারা বলে দু’জনকে মারব, জর্জ ফার্নান্ডেজ আর বুদ্ধদেব ভট্টাচার্য।
২০০৮’এর ২ নভেম্বর । শালবনিতে জিন্দলদের ইস্পাত কারখানার শিলান্যাস করে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন ফিরছিলেন, তাঁর কনভয় লক্ষ করে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। বুদ্ধদেব ভট্টাচার্য অল্পের জন্য রক্ষা পান।
তবে এই ঘটনা ছাড়াও যে তাঁকে ওপর চার-চারবার খুনের ছক কষা হয়েছিল, প্রাক্তন IPS’এর সেই দাবি শোরগোল ফেলে দিয়েছে বিভিন্ন মহলে। এই সব তথ্য তিনি নিজের বই ‘অপারেশন ব্ল্যাক স্টিলেটো’-তে লিপিবদ্ধ করেছেন।