কলকাতা: পাহাড়ের গা বেয়ে সন্ধে নামছে তখন। আস্তে আস্তে জ্বলে উঠলে টিমটিমে আলোগুলো। অন্ধকার পাহাড়ের গায়ে যেন একমুঠো হিরে ছড়িয়ে দিয়েছে কেউ। দার্জিলিংয়ের পাহাড়ের কোলে সেই কনকনে ঠাণ্ডায় একটুকরো ফাঁক পেয়েছিলেন 'একেনবাবু'। সেই অবসরেই ফোনের ওপার থেকে এবিপি লাইভকে 'দ্য একেন' ((The Eken)-এর শ্যুটিংয়ের গল্প শোনাচ্ছিলেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti)।


আপাতত দার্জিলিংয়ে চলছে 'দ্য একেন'-এর শ্যুটিং। গত ২৮ তারিখ থেকেই দার্জিলিংয়ে আস্তানা গেড়েছে টিম 'দ্য একেন'। অনির্বাণ বললেন, 'খুব মজা করে শ্যুটিং করছি। এখানে প্রচণ্ড ঠান্ডা। যদিও চিত্রনাট্য অনুযায়ী এখন শীতকালের দৃশ্যই শ্যুটিং হচ্ছে। ফলে শীতপোশাক ব্যবহার করতে পারছি। আমাদের আশেপাশে যে মানুষেরা থাকছেন তাঁদের গায়েও শীতপোশাক থাকছে। রাস্তায় শ্যুটিং হচ্ছে অনেক সময়। পরিবেশের সঙ্গে আমাদের বেশ মানিয়েই যাচ্ছে। তবে সন্ধেবেলা এখানে প্রচণ্ড ঠান্ডা। অন্ধকার নামলেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। ঠাণ্ডার প্রকোপে সাধারণ মানুষ সবাই ঘরের ভিতরে। আমাদের খুব চিন্তা ছিল সন্ধের দৃশ্যগুলো শ্যুটিং করব কী করে। সেইদিক থেকে প্রকৃতিই আমাদের ভীষণভাবে সাহায্য করছে। সবাই ঠান্ডার ভয়ে ঘরে আর আমরা ফাঁকা রাস্তায় দারুণ শ্যুটিং করছি।' কথা শেষ করে হেসে ফেললেন অনির্বাণ। 


আরও পড়ুন: ছোটপর্দা নিয়ে কোনও ছুঁৎমার্গ নেই তবে থিয়েটারে বেশি সময় দেব


আপাতত দার্জিলিংয়ে ১৩ দিনের শ্যুটিং করার পরিকল্পনা রয়েছে টিম 'দ্য একেন'-এর। বাকি শ্যুটিং আবার অন্য জায়গায়। অনির্বাণ বলছেন, 'আমরা ভীষণ মজা করে শ্যুটিং করছি। তবে সারাদিনই কাজ চলছে। গল্প বা আড্ডার সময় পাওয়া যাচ্ছে না তেমন। রাতে ফিরে ক্লান্ত হয়ে হোটেলে শুয়ে পড়ছি। পরেরদিন খুব সকালে আবার কল টাইম থাকছে। তবে কাজ করতে গিয়ে খুব ভালো লাগছে।'


সোমবার সকালে প্রযোজনা সংস্থা 'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস'-এর (SVF) সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট করা হয় ছবির প্রথম লুক। সঙ্গে লেখা 'ফিল্মিং নাও' অর্থাৎ শ্যুটিং চলছে। ছবিতে তিনজন ক্যামেরার দিকে পিছন করে দাঁড়িয়ে রয়েছেন, সামনে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা। তাঁদের মধ্যে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti) ওরফে একেন বাবু। 


এই ছবি নিয়ে কতটা উত্তেজিত অনির্বাণ? অভিনেতা বলছেন, 'এটা সত্যিই গোটা বিশ্বে এমন উদাহরণ খুব কমই রয়েছে যে একটা সিরিজ জনপ্রিয় হতে হতে সেখান থেকে ছবি তৈরি হয়েছে। তার মধ্যে একেন বাবু অন্যতম। মানুষ এত পছন্দ করেছেন, ভালবেসেছেন এই চরিত্রটিকে এবং সর্বোপরি এই সিরিজটিকে। সেই কারণেই আজ এই ছবি তৈরিটা সম্ভব হচ্ছে। খুবই উত্তেজিত আমি।'