কলকাতা : এবার জামিন হয়ে গেল প্রাক্তন খাদ্যমন্ত্রীর। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়ে গেলেন । প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করে দিল ব্যাঙ্কশাল কোর্ট। জানা গিয়েছে, ৫০ হাজার টাকার জামিন বন্ড এবং ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে তাঁকে।  


'দুর্নীতির গঙ্গাসাগর' দাবি ইডির


জ্যোতিপ্রিয় মল্লিককে গত মাসেও আদালতে  'দুর্নীতির গঙ্গাসাগর', রেশন কেলেঙ্কারির 'রিংমাস্টার'বলে দাবি করে ইডি। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের বিরোধিতা করে আদালতে নানারকম চাঞ্চল্য়কর দাবি করে ইডি। ইডির আইনজীবী বলেন, 'আমরা যদি পাখির চোখে দেখি, গঙ্গায় যেমন বিভিন্ন নদীর শাখাপ্রশাখা মিলিত হয়, তেমনই রেশন দুর্নীতির সবটাই গিয়ে মিশছে বালু-তে।' বারবার এভাবেই জ্যোতিপ্রিয়র জামিনের বিরোধিতা করে এসেছে ইডি। 


১০০ কোটি টাকার দুর্নীতি, দাবি ইডির         


রেশন দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২৭ অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। রেশন দুর্নীতি নিয়ে, আদালতে পেশ করা প্রথম চার্জশিটে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করে, এখনও ১০০ কোটি টাকার দুর্নীতির প্রমাণ মিলেছে। ৩৬ কোটি টাকা গেছে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে।


মেয়েকে লেখা চিঠিতে কী ছিল? 


গ্রেফতার হওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ভর্তি করা হয়  এসএসকেএম হাসপাতালে। ইডির দাবি, ওই সময়ে তারা একটি চিরকুট উদ্ধার করে। অভিযোগ,  মেয়েকে হাসপাতালে বসে চিঠি লিখেছিলেন জ্যোতিপ্রিয়। ইডি সূত্রে খবর, তাতে টাকার লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য লেখা ছিল। সেই প্রসঙ্গ তুলে ইডি আগেও আদালতে দাবি করে এসেছে, 'জ‍্যোতিপ্রিয় মল্লিক এই মামলায় কিংপিন। রাজনৈতিক প্রভাবশালী ব‍্যক্তি। সুযোগ দেওয়া হলে উনি কী করতে পারেন, তা আমরা পিজি হাসপাতালের চিরকুটের ঘটনায় দেখেছি। জামিন পেলে প্রভাব খাটাবেন।'       


আগেও আদালত প্রশ্ন তোলে, তিনি তো আর এখন মন্ত্রী নেই, তাহলে প্রভাব কীভাবে খাটাবেন। তখন ইডির দাবি ছিল, মন্ত্রিত্বে না থাকলেও , তাঁর ক্ষমতা এখনও যথেষ্ট। তবে এবার আর জামিন আটকানো গেল না। রেশন দুর্নীতি মামলায় এবার জামিন হয়ে গেল প্রাক্তন খাদ্যমন্ত্রীর। 


আরও পড়ুন, 'TMC নেতা আক্রান্ত হলে পুলিশ ব্যবস্থা নেয়, কিন্তু অভিযুক্ত যদি শাসক হয় ..' !