নয়া দিল্লি: দেশের সুরক্ষায় সদাসতর্ক তাঁরা। দেশের নিরাপত্তার স্তম্ভ তাঁরাই। দেশের সেই 'হিরো'দের সম্মান জানানোর জন্যই ১৫ জানুয়ারি দেশজুড়ে পালন করা হয় সেনা দিবস (ইন্ডিয়ান আর্মি ডে)। এই দিনটিতে দেশের বীর সেনা, যাঁরা দেশের জন্য আত্মবিসর্জন দিয়েছেন, তাঁদের সম্মান জানানো। পদাতিক, নৌ এবং বায়ুসেনার সদর দফতরগুলিতে মহাসমারোহে পালিত হয় এই বিশেষ দিনটি।

১৯৪৯ সালের আজকের দিনেই শেষ ব্রিটিশ কম্যান্ডার-ইন-চিফ জেনারেল ফ্রান্সিস বুচার লেফটেন্যান্ট জেনারেল কে এম কারিয়াপ্পার হাতে ক্ষমতা হস্তান্তর করেন। কারিয়াপ্পান দেশের প্রথম সেনাপ্রধান। সেই থেকেই ১৫ জানুয়ারি দিনটি সেনা দিবস হিসেবে পালিত হয়। 

উল্লেখ্য, ১৮৯৫ সালের ১ এপ্রিল ভারতীয় সেনাবাহিনী ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে তৈরি হয়। তবে তখন নাম ছিল ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি। স্বাধীনতার পর তা ইন্ডিয়ান আর্মি নামে পরিচিত পায়। দেশভাগের সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্রিটিশ অধ্যক্ষের অধীনে কমান্ডো গঠন করা হয়েছিল। এরপরই ১৯৪৯ সালে ১৫ জানুয়ারি কে এম কারিয়াপ্পা দেশের প্রথম ভারতীয় সেনাধ্যক্ষ হন।

এ বছর পুনেতে সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের সদর দফতরে সেনা দিবসে সেনাবাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানটি আয়োজিত হবে। এই বছরের প্যারেড বোম্বে ইঞ্জিনিয়ারিং গ্রুপ এবং কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং এতে মার্চিং কন্টিনজেন্ট, যান্ত্রিক কলাম এবং প্রযুক্তিগত প্রদর্শন অন্তর্ভুক্ত থাকবে। 

মূল আকর্ষণের মধ্যে থাকবে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির প্রদর্শন যেমন ড্রোন এবং রোবোটিক্সের পাশাপাশি আকর্ষণীয় প্রদর্শন যেমন যুদ্ধ প্রদর্শনী এবং মার্শাল আর্ট প্রদর্শন। আর্মি ডে প্যারেড শুধুমাত্র একটি আনুষ্ঠানিক উপলক্ষ নয় বরং সাহস, উৎসর্গ এবং প্রযুক্তিগত অগ্রগতির একটি জাতীয় উদযাপন।      

৭৭তম সেনা দিবসে দেশের 'হিরো'দের উদ্দেশে শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'আজ, সেনা দিবসে, আমরা ভারতীয় সেনাবাহিনীর অদম্য সাহসিকতাকে অভিনন্দন জানাই। যারা আমাদের দেশের নিরাপত্তার স্তম্ভ হিসাবে দাঁড়িয়ে আছে। আমাদের এই সাহসীদের ত্যাগের কথাও স্মরণ করতে হবে যারা প্রতিদিন কোটি কোটি ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করে।' 

৭৭তম সেনা দিবস উদযাপনের থিম- "সমর্থ ভারত, সক্ষম সেনা"। সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা, কমান্ডার-ইন-চিফ, দেশের সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা পরিচালনার দায়িত্বে রয়েছেন।   

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে