কলকাতা: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের আবেদন প্রত্যাহার করা হল হাইকোর্ট থেকে। গতকালই তাকে আবেদন প্রত্যাহারের সুযোগ দিয়েছিল হাইকোর্ট । কল্যাণময়ের জামিনের আবেদন প্রত্যাহার নিয়ে ইচ্ছাপ্রকাশের কথা হাইকোর্টে জানানো হয়েছে।                                                                                                                                               


গতকাল বিচারপতি জয়মাল্য বাগচী মৌখিক পর্যবেক্ষণে বলেছিলেন, 'জামিনের আবেদন প্রত্যাহার না করলে খারিজ করা হবে'। সেই মোতাবেক আজ জামিনের আবেদন প্রত্যাহার করলেন কল্যাণময়।                                                                               


অযোগ্যদের চাকরি নিশ্চই ভালোবাসার বশবর্তী হয়ে দেওয়া হয়নি! নিয়োগ দুর্নীতিতে ধৃত কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আর্থিক লেনদেন রয়েছে কিনা, তা তদন্ত করে দেখার নির্দেশ দিতে গিয়ে গতকাল এমনই মন্তব্য করেছিল আদালত।                             


নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পাহাড় দেখে চোখ কপালে উঠেছিল বাঙালির! এবার SSC-র নিয়োগ দুর্নীতিতে ধৃত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ভূমিকা এবং আর্থিক লেনদেনের সঙ্গে তিনি যুক্ত কিনা, তা খুঁজে দেখার জন্য সিবিআইকে নির্দেশ দিল হাইকোর্ট। গত বছরের ১৫ সেপ্টেম্বর, কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই। অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা ছিল কল্যাণময়ের।                                                                                                                                                               


গ্রেফতারের পর থেকে সিবিআই হেফাজত ও জেল হেফাজতে রয়েছেন তিনি। এই প্রেক্ষাপটে জামিনের আবেদন করেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। 


আরও পড়ুন: Hooghly Weather Update: উত্তুরে হাওয়ার দাপটে শীতের আমেজ হুগলিতে, আজ দক্ষিণবঙ্গের এই জেলায় তাপমাত্রা কেমন?


গতকাল অর্থাৎ বুধবারই আদালতের তরফে বলা হয়েছিল, সিবিআই যেহেতু আর্থিক দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখছে, তাই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে দুটি বিকল্প দেওয়া হল। হয় তিনি মামলা প্রত্যাহার করুন, না হলে তাঁর জামিনের আবেদন খারিজ করা হবে। তিনি কী করতে চান, সেটা বৃহস্পতিবারের মধ্যে আদালতে জানাতে হবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।                       


সেইমতোই আজ কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের আবেদন প্রত্যাহার করা হল হাইকোর্ট থেকে।