কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : মেয়র ফিরহাদ হাকিমের OSD-কে নিয়ে অভিযোগ উঠতেই সরব হলেন জহর সরকার। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে করে তিনি লিখলেন, 'যখন দুর্নীতির কথা বলেছিলাম, তৃণমূল কংগ্রেসের ভাল লাগেনি। এখন তৃণমূলের দু'নম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমের সঙ্গীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলছেন। নাম ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলছেন অভিষেক, মেয়র তাঁর সঙ্গীকে বাঁচাচ্ছেন। দয়া করে দলটাকে সাফ করুন।' তাঁর এই পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।


 






ফিরহাদ হাকিমের OSD-কে নিয়ে কী অভিযোগ ?


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বিগত বেশ কিছুদিন ধরে অভিযোগ জমা পড়ছে। অনেকে সেই অভিযোগ করেছেন। ক্যামাক স্ট্রিটের অফিসে পোস্টের মাধ্য়মে লিখিত অভিযোগ জমা পড়ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে অভিযোগগুলি খতিয়ে দেখা হলে জানা যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধেই একাধিক অভিযোগ। প্রত্যেকে অভিযোগ করছেন, এই ওএসডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে বিভিন্ন সরকারি প্রকল্পে বহু মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। এরকমই নির্দিষ্ট অভিযোগ অনেকে অভিষেকের অফিসে জানান। এরপর অফিসের তরফ থেকে নাম অপব্যবহার করার অভিযোগ শেক্সপিয়র সরণি থানায় দায়ের করা হয়েছে। এনিয়ে সরব হয় বিরোধী দলগুলি। 


এপ্রসঙ্গে এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন জহর সরকার। পাশাপাশি এনিয়ে তিনি বলেন, "বারবার বলেছি, দলটাকে পরিষ্কার করুন। ডিটেলস জানি না, যে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের অফিস কী চার্জ করেছে ববি হাকিমের অফিসের বিরুদ্ধে। কিন্তু, এই যে জনসমক্ষে জিনিসটি বেরোল, তাতে সবারই প্রেস্টিজে লাগল। সবারই চিত্রটা ভাল হচ্ছে না। আর কিছু না। বারবার বলছি যে, আপনারা দয়া করে দেখুন, আপনাদের পার্টির মধ্যে দেখুন যে কী চলছে। দেখুন আর পরিষ্কার করুন। সবচেয়ে বড় কথা হল, পরিষ্কার করুন। এরকম জঞ্জাল জমে গেলে আপনাদের পক্ষে খুবই খারাপ হবে। আপনাদের পক্ষে খারাপ হয়ে যদি বাংলায় অন্য কোনও রাজনৈতিক শক্তি এসে যায়, বা অন্য কোনও বিরূপ শক্তি এসে যায়, তবে কিন্তু আমাদের কারোরই ভাল লাগবে না। আমরা চাই না, কোনও সাম্প্রদায়িক শক্তি আসুক এখানে। তারজন্য আপনার এখন থেকে যদি দেখতে আরম্ভ করেন,, পরিষ্কার করতে আরম্ভ করেন, তবে সকলের পক্ষে ভাল। এই একটাই বক্তব্য রেখে যাচ্ছি অনেক দিন ধরে। আজ যখন দেখলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় একই জিনিস বলছেন, তখন একটু উৎসাহিত হলাম। আবার খারাপও লাগল। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন, তখন ওরা তো আমার চেয়ে বেশি গুরুত্ব দেবে।"


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।