সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস, জয়ন্ত রায়, কলকাতা : এবার মদন মিত্রর মুখে বোমা-হুমকি। নাম না করে শুভেন্দু অধিকারীকে( Suvendu Adhikari ) আক্রমণ কামারহাটির তৃণমূল বিধায়কের ( Madan Mitra ) । ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 'ডোন্ট টাচ মাই বডি। ইউ আর লেডি, আই অ্যাম মেল। চলো...ডোন্ট টাচ। ডোন্ট টাচ। ডোন্ট টাচ। আপনার লেডিরা আমার গায়ে হাত দিয়েছে।' শুভেন্দুর টাচ বিতর্ক চরমে পৌঁছেছে ব্যক্তি আক্রমণ। এর মধ্যে এবার মুখ খুললেন মদন মিত্র।
কী বলেন মদন
রবিবার মদন মিত্রের এই মন্তব্য তোলপাড় ফেলে দিল বঙ্গ রাজনীতিতে। 'যাঁরা বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেলস। যদি দলের নির্দেশ আসে ১০ মিনিট লাগবে না, ওসব ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠিয়ে দেব।' গত মঙ্গলবার, বিজেপির নবান্ন অভিযানের দিন, গ্রেফতারির আগে শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে কাটাছেঁড়া চলছেই। মঙ্গলবার নবান্ন অভিযানে গ্রেফতার হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তখন তিনি এই মন্তব্য করেন। তারপরই হইচই পড়ে যায়। তারই পরিপ্রেক্ষিতে রবিবার মদনের মন্তব্য নতুন মাত্রা যোগ করল 'ডোন্ট টাচ মাই বডি' বিতর্কে। নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। হাওড়ার বালিতে একটি অনুষ্ঠানে মদন মিত্রর এই হুমকির ভিডিও ভাইরাল হয়।
'তাণ্ডব নয়, প্রেম চাই'
কামারহাটির বিধায়ক বলেন, ' যাঁরা তাণ্ডব করছেন, গুণ্ডামি করছেন, যাঁরা বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেলস। যদি দলের নির্দেশ আসে ১০ মিনিট লাগবে না, ওসব ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠিয়ে দেব। কিন্তু দল বলছে হিংসা নয়, সৃষ্টি চাই, তাণ্ডব নয়, প্রেম চাই। গুন্ডামি তো করাই যায়। আমি এখনই একটা ছেলেকে দিয়ে দুটো মোটরবাইক নিয়ে চারটে বোমা মারাব সব ফাঁকা হয়ে যাবে। কিন্তু তাতে কৃতিত্ব কিছু নেই।'
বৃদ্ধ বয়সে সবাই কনফেস করে : সুকান্ত
বিজেপি শিবির থেকে পাল্টা জবাব আসতে দেরি হয়নি। ' বৃদ্ধ বয়সে সবাই কনফেস করে। সেটাই করছেন আর কী! তৃণমূল কংগ্রেসে সবাই বললেই বোমা-বন্দুক নিয়ে বেরিয়ে পড়বে। এই দিয়েই তো ভোট জিতছে। ' বলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।