ট্রেন্ডিং





Raj Subhasree: রাজের সঙ্গে বিদেশ সফরে সূর্যোদয়ের সাক্ষী, সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর ভ্রমণের অ্যালবাম
Raj Subhasree Update: একরত্তি ইউভানের জন্মদিনের আগেই বিদেশে পাড়ি দিয়েছিলেন রাজ-শুভশ্রী। খুদের ২ বছরের জন্মদিন বিদেশেই উদযাপন করেছেন তাঁরা

কলকাতা: নীল সমুদ্রের তীরে রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র বাহুলহ্না শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। সোশ্যাল মিডিয়ায় রাজের সঙ্গে ছুটিযাপনের ছবি শেয়ার করলেন শুভশ্রী। প্যারিসে ছুটি কাটাচ্ছেন টলিউডের দম্পতি। সঙ্গী তাঁদের একরত্তি ছেলে ছোট্ট ইউভান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে তাঁদের একাধিক ছবি।
একরত্তি ইউভানের জন্মদিনের আগেই বিদেশে পাড়ি দিয়েছিলেন রাজ-শুভশ্রী। খুদের ২ বছরের জন্মদিন বিদেশেই উদযাপন করেছেন তাঁরা। আজ সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন শুভশ্রী। কমলা ব্লেজার আর গোলাপি হাই নেট টপ পরেছেন শুভশ্রী। তাঁর চুল খোলা, চোখে রোদচশমা। আর তাঁর পাশেই দাঁড়িয়ে রাজ, তাঁর পরনে সবুজ সোয়েট শার্ট। রোদে, খুশিতে উজ্জ্বল দুজনের মুখ। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে শুভশ্রী লিখছেন, 'কিছু সূর্যোদয়।'
আরও পড়ুন: Abu Hena Rony: এখনও হাসপাতালে ভর্তি, কেমন আছেন কৌতুকশিল্পী আবু হেনা রনি
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ইউভান ও শুভশ্রীর সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়েছেন রাজ। আইফেল টাওয়ারের সামনে বসে রাজ-শুভশ্রী। সেখানে রাজ লিখেছেন 'বিদায় প্যারিস'। তবে কি রাজ শুভশ্রীর ছুটি এখানেই শেষ? সে উত্তর অবশ্য অজানা।