ঝিলম করঞ্জাই, কলকাতা: সারা বিশ্ব কোভিড সংক্রমণে কাঁপছে। করোনার ভাইরাসের যে সাব ভ্যারিয়েন্ট এখন ভয় ধরাচ্ছে গোটা বিশ্বকে। সেটা ভারতে ধরা পড়েছিল। এবার খোঁজ মিলল বাংলাতেও। রাজ্যে এমন চারজনের হদিশ মিলেছে। যাঁরা করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7-এ আক্রান্ত।


কোন এলাকার বাসিন্দা:
ওই চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। তাঁরা নদিয়ার বাসিন্দা। অপর একজন কলকাতার বাসিন্দা। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, আক্রান্তরা সকলেই ভাল আছেন। অন্যদিকে, ইন্ডিয়ান সার্স-কোভিড-টু-জিনোমিক্স কনসর্টিয়ামের (INSACOG) রিপোর্টে জানা গিয়েছে, আমেরিকায় করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট এক্সবিবি-র কারণে সংক্রমণের যে বাড়বাড়ন্ত সম্প্রতি দেখা গেছে, সেই একই সাব ভ্যারিয়েন্ট ভারতেও তার দাপট দেখাচ্ছে। দেশে ৬২ শতাংশের বেশি করোনার ওই নতুন সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত।  


গুজরাত, ওড়িশার পর এবার পশ্চিমবঙ্গ। এবার এরাজ্যও মিলল ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7-এ আক্রান্তের হদিশ। সূত্রের খবর, সম্প্রতি এই করোনা আক্রান্তদের নমুনা জিনোম সিকোয়েন্সিং-এ পাঠানো হয়। তাতেই BF.7-এর হদিশ মেলে। আলফা, ডেল্টা, ওমিক্রন- এই তিন ভ্য়ারিয়েন্টের কবলে পড়ে নাস্তানাবুদ হয়েছে বিশ্ব। এবার চোখ রাঙাচ্ছে ওমিক্রনের BF.7 সাব ভ্যারিয়েন্ট। বিশ্বজুড়ে ভয়াবহ দাপট দেখাচ্ছে নতুন এই সাব ভ্য়ারিয়েন্ট। করোনার এই প্রজাতির জন্যই এখন কাঁপছে চিন। যে চিনে প্রথম করোনার ঘটনা দেখা যায়, সেখানেই ফের কোভিড ধাক্কা দিয়েছে। হাসপাতালে শয্যারও টান পড়েছে বলে দাবি। হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা।


নানা দেশে ফের হানা:
শুধু চিন নয়, এখন, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্সে দাপট দেখাচ্ছে, BF.7। 


ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7 কতটা সংক্রমক?
বিশেষজ্ঞরা বলছেন, অত্য়ন্ত দ্রুত গতিতে সংক্রমণ ছড়াতে পারে এই ভ্য়ারিয়েন্ট। একজন আক্রান্ত অত্য়ন্ত দ্রুত ১০ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে। 


উপসর্গ কেমন? 
ঠান্ডা লাগা, জ্বর, ক্লান্তি, মাথাব্যথা, শরীরে অসহ্য় ব্যথা, গলা ব্য়থা, সর্দির মতো উপসর্গ দেখা যায়।


ভাইরাস বিশেষজ্ঞরা এটাও জানাচ্ছেন, ইনকিউবিশন পিরিয়ড কম বলে, এই সাব ভ্য়ারিয়েন্ট মানব শরীরে প্রবেশের পর অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে। আগে কোভিড আক্রান্ত হয়েছেন যাঁরা, তাদেরও ফের সংক্রমিত করতে পারে বিএফ.৭। এমনকি, যারা কোভিডের টিকা নিয়েছেন, তাদেরও সংক্রামিত করতে পারে এই কোভিড সাবভ্যারিয়েন্ট। তবে বিশেষজ্ঞরা বলছেন, আশার আলো একটাই, এখনও পর্যন্ত করোনার এই সাব ভ্য়ারিয়েন্টে আক্রান্তদের মধ্য়ে মৃত্য়ুর হার অত্য়ন্ত কম।


আরও পড়ুন: সিসি টিভি ক্যামেরায় পাথর ছোড়ার মুহূর্তের ছবি, দুষ্কৃতীদের খুঁজছে পুলিশ