কলকাতা: পুরস্কারের পাওয়ার নামে ফোন করে প্রতারণার অভিযোগ। পাটুলিতে লালবাজারের গুন্ডাদমন শাখার অভিযানে গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। প্রতিযোগিতায় এন্ট্রি ফি-র নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাটুলিতে বসে ভিনরাজ্যেও প্রতারণার অভিযোগ ওঠে। ৬ জনকে গ্রেফতার করা হলেও চক্রের বাকি পান্ডাদের খোঁজ মেলেনি। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ। 


 কিছুদিন আগে পুলিশ সুপার অফিসে বসেই প্রতারণার ফাঁদের ঘটনা প্রকাশ্যে আসে! কনস্টেবলের চাকরি দেওয়ার নামে, এক যুবকের কাছ থেকে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে মালদার পুলিশ সুপারের অফিসের এক চতুর্থ শ্রেণীর কর্মীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য-রাজনীতি। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে স্কুলে চাকরি বিক্রির অভিযোগ উঠেছে। এরই মধ্য়ে এবার, খোদ পুলিশ সুপারের অফিসে বসেই চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠল চতুর্থ শ্রেণির কর্মীর বিরুদ্ধে!


চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে মালদায়। পুখুরিয়ার বাসিন্দা, জাহাঙ্গির আলি নামে অভিযোগকারী ব্য়ক্তির দাবি, ২০২২ সালের জানুয়ারি মাসে, গাড়ি সংক্রান্ত সমস্য়া নিয়ে এসপি অফিসে গিয়েছিলেন তিনি। তখনই উত্তম ঘোষ নামে গ্রুপ ডি কর্মীর সঙ্গে আলাপ হয়। 


অভিযোগকারীর দাবি, ওই কর্মী, তাঁকে ৯ লক্ষ টাকার বিনিময়ে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই মতো অগ্রিম আড়াই লক্ষ টাকা দিয়েও দেন ওই ব্য়ক্তি। অভিযোগকারীর দাবি,তাঁকে বলা হয়েছিল, অগাস্টের মধ্যে চাকরি হয়ে যাবে।


কিন্তু নভেম্বর পেরিয়ে গেলেও চাকরি না হওয়ায়, টাকা ফেরত চান তিনি। কিন্তু, এখনও পর্যন্ত কোনও টাকা ফেরত মেলেনি বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তিনি মালদার পুলিশ সুপার ও জেলাশাসকের দ্বারস্থ হন। 


এদিকে এই ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত উত্তম ঘোষ। অফিস কিম্বা বাড়ি, কোথাও তাঁর দেখা মিলছে না। এদিকে, অভিযোগের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত চতুর্থ শ্রেণির কর্মীর স্ত্রী। পুলিশ সুপারের অফিসে বসেই প্রতারণার ফাঁদ! নেতা-মন্ত্রীরা করলে সরকারি কর্মীদের কী দোষ? কটাক্ষ বিজেপির। পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে। দোষ প্রমাণ হলে যথাযথ ব্য়বস্থা নেওয়া হবে।


আরও পড়ুন: ED on SSC Scam : কখনও সরাসরি পার্থর হাতে টাকা কুন্তলের, কখনও প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে ! বিস্ফোরক দাবি ইডির