প্রকাশ সিনহা, কলকাতা : অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল কুন্তল ঘোষের (Kuntal Ghosh)। কখনও প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে, তো কখনও সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) কাছে টাকা পৌঁছে দিতেন ধৃত যুব তৃণমূল নেতা। কুন্তল ঘোষ সম্পর্কে রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি করেছে ই়ডি (Enforcement Directorate)। নজরে আছে মধ্যস্থতাকারীরাও।


বিস্ফোরক দাবি ইডির 


নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে কি যোগ ছিল কুন্তল ঘোষের ? পার্থ চট্টোপাধ্যায়ের হাতে সরাসরি টাকা পৌঁছে দিতেন কুন্তল ঘোষ ? নাকি মাঝে অন্যদেরও হাত ছিল ? প্রভাবশালীদের সঙ্গেই বা যুব তৃণমূল (TMC) নেতা কুন্তলের কীরকম যোগাযোগ ছিল ? এই প্রশ্নগুলি উঠছে বেশ কয়েকদিন ধরেই। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে এতদিন অনেক তথ্যই সামনে এসেছে। কিন্তু এবার আদালতে রিমান্ড লেটার পেশ করে কুন্তল সম্পর্কে বিস্ফোরক দাবি করল ইডি (ED) !


শুক্রবার নগর দায়রা আদালতে ধৃত যুব তৃণমূল নেতাকে পেশ করার সময়, রিমান্ড লেটার জমা দেয় ইডি। যার ১৬ নম্বর পয়েন্টে তারা দাবি করেছে, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে কুন্তল ঘোষের সরাসরি যোগাযোগ ছিল। যাঁরা অবৈধ প্রার্থীদের চাকরি পাইয়ে দিতে যুব তৃণমূল নেতাকে সাহায্য করতেন। ইডির তরফে আগেই দাবি করা হয়েছে, ১৩০ জন চাকরিপ্রার্থীর থেকে ৮ লক্ষ টাকা করে নিয়েছিলেন কুন্তল ঘোষ। রিমান্ড লেটারে সেই তথ্য তুলে ধরার পাশাপাশি, কুন্তল ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যোগাযোগ প্রসঙ্গে ইডি-র বিস্ফোরক দাবি, কখনও প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে টাকা পৌঁছে দিতেন কুন্তল। কখনও সরাসরি তৎকালীন শিক্ষামন্ত্রীর হাতেও টাকা তুলে দিতেন যুব তৃণমূলের রাজ্য সম্পাদক। 


অর্পিতার ফ্ল্যাটে কি কুন্তলের টাকা ?


তাহলে কি পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত হওয়া ৫০ কোটি টাকার মধ্যে কি কুন্তলের পাঠানো টাকাও ছিল? স্বাভাবিকভাবেই সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। কুন্তলের বিরুদ্ধে আগেই চাকরি দেওয়ার নামে, প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডল। কুন্তলের ১৯ কোটি টাকা নেওয়ার প্রসঙ্গও ইডি-র রিমান্ড লেটারে রয়েছে। রিমান্ড লেটারে ইডি দাবি করেছে, স্কুলে অবৈধভাবে নিয়োগের কাজে অত্যন্ত প্রভাবশালী অনেকে সাহায্য করেছেন বলে, স্পষ্ট করে জানিয়েছেন কুন্তল। সেই সমস্ত প্রভাবশালী ব্যক্তিরাও তাদের নজরে রয়েছে বলে আদালতকে জানিয়েছে ইডি।


আরও পড়ুন- আমফানের ২ বছর পরও গ্রামে পৌঁছয়নি বিদ্যুৎ, কুলতলিতে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা