অরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস এবং উজ্জ্বল মুখোপাধ্যায় কলকাতা: চপ ভেজে, ঝালমুড়ি বানিয়ে প্রতিবাদের নামে অপমান করা হয়েছে ওই পেশার সঙ্গে জড়িত মানুষদের। এই দাবিতে গ্রুপ ডি (Group D) চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে, ময়দান থানায় (Maidan Police Station) দায়ের হল অভিযোগ। কোনও পেশাকে অপমান করা হয়নি। ফের দাবি করলেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।


চাকরির দাবিতে লাগাতার আন্দোলন চলছে। বদলাচ্ছে প্রতিবাদের ভাষা। এই প্রেক্ষাপটেই বুধবার চপ ভেজে ও ঝালমুড়ি তৈরি করে প্রতীকী প্রতিবাদে সামিল হয়েছিলেন ২০১৭-র রাজ্য সরকারি গ্রুপ ডি’র চাকরিপ্রার্থীরা। যার জেরে তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। 


রাজ্য সরকারি গ্রুপ ডি’র চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন সোমা হাজরা দাস নামে এই মহিলা। তাঁর অভিযোগ, চপ ভেজে ও ঝালমুড়ি বানিয়ে প্রতিবাদের নামে অপমান করা হয়েছে ওই পেশার সঙ্গে জড়িত মানুষদের। অভিযোগকারিণী সোমা দাস হাজরা বলেন, "এভাবে অন্য পেশাকে অপমান করা হয়েছে, আমাদের মনে হয় এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। তাই অভিযোগ দায়ের করেছি।" 


রাজ্য সরকারের এক গ্রুপ ডি চাকরিপ্রার্থীর কথায়, "আমরা সেদিন যে ব্যানার টাঙিয়ে আন্দোলন করেছিলাম, আজও বলছি, কোনও অন্য পেশাকে অপমান করিনি। আমাদের ব্যাকগ্রাউন্ড ও তাই, কিন্তু আমাদের প্রশ্ন পড়াশোনা করেও কি আমরা ওই পেশাতে থাকব? তাও যদি কারও খারাপ লাগে ক্ষমা চাইছি।" 


আরও পড়ুন, তৃণমূল ও বিজেপি ছেড়ে ১০০ জন সমর্থকের কংগ্রেসে যোগদান পানাগড়ে


তবে এই ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, "গণতান্ত্রিক দেশে এদের আন্দোলন করতে দেবে, তারজন্য কেউ চপ ভাজল, তাতে থানায় অভিযোগ দায়ের হয়ে গেল।" অন্যদিকে, সিপিএমএর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "চপ ভাজা ভাল তো, কিন্তু শিক্ষিত ছেলেমেয়েরাও চপ ভাজবেন তো?" 


যদিও তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "আন্দোলনের সঙ্গে চপ ভাজার কী সম্পর্ক। মুখ্যমন্ত্রী অনেক চাকরির কথা বলে, উনি বলেছেন চপ ভাজা স্বনির্ভরের একটি দিক, সেটাকে যদি অপমান করে, সেটা তো কয়েকজনের খারাপ লাগতে পারে।" 


গত মঙ্গলবার ঝাড়গ্রামে একটি তেলেভাজার দোকানে ঢুকে, চপ ভাজার কাজে হাত লাগিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। অন্যদিকে, সেই চপ ভাজাকেই প্রতিবাদের হাতিয়ার করেছিলেন চাকরিপ্রার্থীরা। যার বিরুদ্ধে এবার পুলিশে অভিযোগ দায়ের হল।