মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) ছেড়ে কংগ্রেসে (congress) যোগ দিলেন ১০০ জন। শনিবার দুপুরে পানাগড় (Panagarh) বাজারে কংগ্রেসের পক্ষ থেকে ইন্দিরা গান্ধীর জন্মদিবস পালন করা হয়। সেখানেই তৃণমূল ও বিজেপি ছেড়ে প্রায় ১০০ জন সমর্থক কংগ্রেসে যোগ দেন।
কী হল?
এদিন অনুষ্ঠানের শুরুতেই পানাগড় বাজারের চৌমাথা মোড়ে ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানান পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী ও কাঁকসা ব্লকের কংগ্রেস কর্মীরা। এর পরেই হয় যোগদান পর্ব। নবাগতদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি। সদ্য কংগ্রেসে যোগ দিয়ে এক সমর্থক জানিয়েছেন, তিনি ও তাঁরা মূলত একটি কারণেই কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁদের অভিযোগ, তৃণমূলে থাকাকালীন দল তাঁদের কোনো সাহায্য করেনি। বহুবার সাহায্যের জন্য গিয়েও কোনও লাভ হয় নি। এমনকি এলাকায় উন্নয়নের কথা বলা হলেও কোনও উদ্যোগ গ্রহণ করা হয় না, অভিযোগ তাঁদের। তাই বাধ্য হয়ে তাঁরা কংগ্রেসে যোগদান করেন। জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর মতে, মানুষ তৃণমূল আর বিজেপিতে গিয়ে বুঝে গিয়েছে তারা সাধারণ মানুষের পাশে থাকে না। দুটো দলই শুধু ভাঁওতা দেয়। সুতরাং পঞ্চায়েত নির্বাচনের আগে অনেক মানুষই যে হাতচিহ্নে ফিরবেন, সে ব্যাপারে আশাবাদী জেলা সভাপতি। প্রসঙ্গত, এদিনই ভাঙরের তৃণমূল নেতাকে নিয়ে ভাইরাল ভিডিও-র ঘটনায় নতুন করে শাসকদলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের ছায়া দেখতে পেয়েছে রাজনৈতিক মহল। তাদের ধারণা, ভোটের আগে এটি বাড়তি অক্সিজেন জোগাবে বিরোধীদের।
কী ঘটেছে?
ভাইরাল অডিওর পর এবার পাল্টা ভাইরাল ভিডিও। ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের নাম করে অডিওর পর দিনই বিরোধী গোষ্ঠীর নেতার ভিডিও ভাইরাল ভাঙড়ে। দোষ ঢাকতে পুরনো ভিডিও সামনে এনে চক্রান্ত করছে কাইজার আহমেদ, তৃণমূল নেতার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার! আগেও ফজলে করিম এরকম করেছে, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি কাইজারের। ভিডিওয় দেখা যাচ্ছে, পারিবারিক বিবাদে সালিশি সভা ডেকে জুতোপেটা করেছিলেন ফজলে করিম। ভিডিওর সত্যতা এবিপি আনন্দ আলাদা করে যাচাই করেনি। তবে স্থানীয়দের একাংশের ধারণা, গোটাটাই তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফলাফল। তার মধ্যেই পশ্চিম বর্ধমানে কংগ্রেসে যোগদানের খবর।
আরও পড়ুন:বারুইপুরের প্রাক্তন নৌসেনাকর্মী খুনে শ্রদ্ধাকাণ্ডের ছায়া, গ্রেফতার মা-ছেলে