উজ্জ্বল মুখোপাধ্যায়, মুন্না আগরওয়াল ও রুমা পাল, কলকাতা: কপালে গুরুতর আঘাত পেলেন মুখ্য়মন্ত্রী (CM Health Update)। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, রাহুল গাঁধী। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আরোগ্য কামনা করেছেন সুকান্ত মজুমদার, অধীর চৌধুরী, মহম্মদ সেলিম থেকে অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্টালিন, নবীন পট্টনায়েকরা। 


আরোগ্য-বার্তা...
মাথায় ব্যান্ডেজ। হুইল চেয়ারে মুখ্যমন্ত্রী। বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্য়ায় পরে বলেন, 'আপাতত স্থিতিশীল, ডাক্তারদের নজরদারিতে থাকবেন। ডাক্তাররা চাইছিলেন, কিন্তু উনি বাড়ি যেতে চাইলেন। ...অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি নিয়ে আসেন।'এদিকেপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জখম হওয়ার খবর পাওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদি লেখেন, 'মমতা দিদির দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি।' আরোগ্য কামনা করে বার্তা দেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, 'উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন।' প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী থেকে শুরু করে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সকলেই মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। বলেন, 'খুবই দুঃখজনক ঘটনা... তৃণমূলে তো নেতৃত্ব দেওয়ার মতো মানুষ নেই। প্রশাসনকে জিজ্ঞাসা করব, ওঁর বাড়িতে ফার্স্ট এড দেওয়ার মতো ব্যবস্থাও নেই?' সোশাল মিডিয়ায় পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেন রাহুল গান্ধীও। বস্তুত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়...একে একে সকলেই তাঁর সুস্থতা কামনা করে বার্তা দেন।


কী ঘটেছিল?
প্রাথমিক ভাবে যা জানা যাচ্ছে, তাতে গত কাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার বালিগঞ্জে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে কালীঘাটের বাসভবনে সন্ধে নাগাদ ফিরে আসেন। এর পর পোশাক পরিবর্তন করে প্রত্যেক দিনের মতো হাঁটার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়। হঠাৎ এই ঘটনা। শোনা গিয়েছে, সেই সময় তাঁর দেখভালের জন্য যে সহায়িকা রয়েছেন, ছুটে এসে দেখেন মুখ্যমন্ত্রী পড়ে গিয়েছেন। রক্তপাত হচ্ছে। বাড়িতে সেই সময় কাজরী বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ছিলেন। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় মমতাকে নিয়ে তাঁরাই এসএসকেএম হাসপাতালে ছোটেন। উডবার্ন ওয়ার্ডে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় তাঁকে। এমআরআই, সিটি স্ক্যানও করা হয়। আজ আরও এক দফা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা। কিন্তু এখন প্রশ্ন হল, কী ভাবে ঘটল এই দুর্ঘটনা? ধোঁয়াশা তৈরি হয়েছে এর মধ্যে।


 


আরও পড়ুন:অপেক্ষার অবসান ! ছুটল গঙ্গার তলা দিয়ে মেট্রো, দেখে নিন বিস্তারিত সময় সূচি