সত্যজিৎ বৈদ্য, কলকাতা: চার দিনে তৃতীয়বার বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Hike)। কাল সকাল থেকে প্রতি লিটারে ৮৪ পয়সা করে বাড়ছে পেট্রোলের দাম। কাল সকাল থেকে ডিজেলের দাম লিটারপ্রতি ৮০ পয়সা করে বাড়ছে। কাল সকাল থেকে কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৭ টাকা ১৮ পয়সা এবং লিটারপ্রতি ডিজেল ৯২ টাকা ২২ পয়সা হচ্ছে।


পাঁচ রাজ্যে ভোট মিটতেই বাড়ল পেট্রোল, ডিজেলের দাম


উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে ভোট মিটতেই বাড়ল পেট্রোল, ডিজেলের দাম। ৫ রাজ্যের ভোটের ফল বেরনোর ১১ দিনের মাথায় বাড়ানো হয় পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম। রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ফের একবার একলাফে বাড়ানো হয় ৫০ টাকা। এর ফলে ভারতে সর্বকালীন উচ্চতায় পৌঁছল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বেড়ে হল ৯৭৬ টাকা। রান্নার গ্যাসের দাম হাজার ছুঁইছুঁই! কী করবে সাধারণ মানুষ? 


ভোটের সময় বন্ধ ছিল মূল্যবৃদ্ধি


এর আগে শেষবার পেট্রোল-ডিজেলের দাম বেড়েছিল গত বছরের ৪ নভেম্বর। উত্তরপ্রদেশ-সহ ৫ রাজ্যে ভোটের আবহ শুরু হতেই হঠাৎ পেট্রোল-ডিজেল-রান্না গ্যাসের মূল্যবৃদ্ধি বন্ধ হয়ে যায়। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করলেও, ভারতে দাম বাড়ানো হয়নি। তখনই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি ৫ রাজ্যের ভোট আছে বলেই পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়ানো বন্ধ করে দেওয়া হল? ভোট মিটে গেলেই ফের দাম বাড়ানো শুরু হবে? এরই মধ্যে ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ বাঁধে। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে শুরু করে। কিন্তু তখন পাঁচ রাজ্যে ভোট চলছিল। এই পরিস্থিতিতে পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসের দাম একই ছিল। ১০ মার্চ ভোটের ফল ঘোষণা হয়। চার রাজ্যে বিজেপি বিপুল জয় পায়। এর কয়েকদিন পর থেকেই তেলের দাম বাড়ানো শুরু হয়েছে। নতুন করে পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির পর নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কোথায় পৌঁছবে, তা ভেবেই কুলকিনারা পাচ্ছে না সাধারণ মানুষ।