কলকাতা: ১০দিনে ৯ বার! কাল ফের দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। কলকাতায় লিটার প্রতি ৮৩ পয়সা বাড়ছে পেট্রোল (Petrol Price Hike)। কলকাতায় লিটার প্রতি ৮০ পয়সা বাড়ছে ডিজেল (Diesel PRice Hike)। কলকাতায় পেট্রোলের দাম হচ্ছে ১১১ টাকা ৩৫ পয়সা।কলকাতায় ডিজেলের দাম হচ্ছে ৯৬ টাকা ২২ পয়সা।
রেকর্ড দাম কলকাতায়
বুধবারই কলকাতায় সর্বকালীন রেকর্ড গড়ে পেট্রোলের দাম। কলকাতায় এই দিনই লিটারপ্রতি পেট্রোলের দাম ১১০ টাকা ৫০ পয়সা পার করে। এর আগে, তেসরা নভেম্বর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ১১০ টাকা ৪৯ পয়সা। অর্থাৎ ভয়ঙ্কর রেকর্ড গড়ল পেট্রোল। হু হু করে বাড়ছে ডিজেলের দামও। গত ৮ দিনে প্রায় ৬ টাকা দাম বেড়েছে পেট্রোলের। প্রায় একই অবস্থা পেট্রোপণ্যের।
আরও পড়ুন: Governor: সাংবিধানিক রীতিনীতিকে লাগাতার উপেক্ষার অভিযোগ রাজ্যপালের। Bangla News
উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোটের আবহ শুরু হতেই পেট্রোল-ডিজেল-রান্না গ্যাসের দাম (Fuel Price Hike) বাড়া বন্ধ হয়ে যায়। এর পর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের জেরে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম চরমে ওঠে। কিন্তু, তারপরও ভারতে পেট্রোপণ্যের দাম বাড়ানো হয়নি। তখনই বিরোধীরা প্রশ্ন তুলেছিল, তাহলে কি ভোট আছে বলেই দাম বাড়ানো হচ্ছে না? আর ভোট মিটে গেলেই ফের পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়ানো শুরু হবে?
গত ১০ মার্চ পাঁচ রাজ্যের ভোটের ফল বের হয়। এর মধ্যে ৪ রাজ্যে দুরন্ত ফল করে বিজেপি। ধরাশায়ী হয় কংগ্রেস। তার পরই, পাঁচ রাজ্যের ভোটের ফল বেরোনোর ঠিক ১১ দিনের মাথায় দাম বাড়তে শুরু করে পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের। সেই থেকে প্রতিদিন বাড়তে বাড়তে এবার তা সাধারণ মানুষের নাভিশ্বাস তুলতে শুরু করেছে।
প্রতিবাদে পথে বিরোধীরা
এই অবস্থায়, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার পথে নামে তৃণমূল। গোলপার্ক থেকে রাসবিহারী পর্যন্ত মিছিল করে তৃণমূল মহিলা কংগ্রেস। পাহাড় সফর থেকে এ নিয়ে মুপখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বলেন,"মূল্যবৃদ্ধি হচ্ছে, ধারাবাহিক ভাবে, কেন্দ্র কোনও ব্যবস্থা নিচ্ছে না। মানুষের নাভিশ্বাস, কোনও ব্যবস্থা নেই। বিরোধীরা প্রতিবাদ করলেই, ED-CBI দিয়ে মুখ বন্ধের চেষ্টা করছে।"
যদিও রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আন্তর্জাতিক বাজারের উপর দাম বাড়ছে। এর আগে কেন্দ্রীয় সরকার ৫-১০ টাকা দাম কমিয়েছে, আবার কমাবে। মুখ্যমন্ত্রী কি কমিয়েছেন?"
পেট্রেপণ্যের লাগামছাড়া দাম বৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে এদিন পথে নামে কংগ্রেসও। জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদে আগামী দিনে দেশজুড়ে আন্দোলনে নামতে চলেছে কংগ্রেস। ৩১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিভিন্ন রাজ্যে ‘মেহঙ্গাই মুক্ত ভারত’ অভিযানের ডাক দিয়েছে তারা।