কলকাতা : এই নিয়ে ৬দিনে ৫ বার! ফের একবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলে (petrol-diesel price hike)। দীর্ঘদিন দাম একই জায়গায় থিতু থাকার পর গত ৬দিনে প্রায় ৪ টাকা দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। এবারে কলকাতায় লিটার প্রতি ৫২ পয়সা বাড়ল পেট্রোল। যার জেরে কলকাতায় (kolkata petrol price) লিটার প্রতি পেট্রোল ১০৮ টাকা ৫৩ পয়সা। পাশাপাশি কলকাতায় লিটার প্রতি ৫৬ পয়সা বাড়ল ডিজেল। যার জেরে কলকাতায় (kolkata diesel price) লিটার প্রতি ডিজেল ৯৩ টাকা ৫৭ পয়সা। রবিবার সকাল থেকে পেট্রোল-ডিজেলের নতুন দাম কার্যকর হবে । প্রসঙ্গত, উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোট (Assembly Elections) মিটতেই সাড়ে চারমাস পর ফের বাড়ল পেট্রোল, ডিজেলের দাম। সবমিলিয়ে করোনা আবহ (Corona Pandemic) কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় থাকা মধ্যবিত্তের চিন্তা আরও একটু বাড়ল। জ্বালানির দামবৃদ্ধিতে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দামবৃদ্ধি থেকে মূল্যবৃদ্ধির আশঙ্কা, মাথাচাড়া দিতে শুরু করেছে সবই।
ভোট মিটতেই বৃদ্ধি জ্বালানির দামে
উত্তরপ্রদেশ সহ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মেটার পরই জ্বালানির মূল্যবৃদ্ধি (fuel price hike) হবে বলেই আশঙ্কা করছিল ওয়াকিবহাল মহল। সেই আশঙ্কা সত্যি করেই একধাক্কায় গৃহস্তের রান্নার গ্যাসের দাম বেড়েছে ৫০ টাকা। আপাতত কলকাতায় ১৪.২ কিলোগ্রাম রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৯৭৬ টাকা, এত দিন তা ছিল ৯২৬ টাকা।
এর আগে গত রবিবার শিল্পের জন্য ডিজেলের দামও একধাক্কায় প্রতি লিটারে ২৫ টাকা বৃদ্ধি করা হয়। সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী, রেল সরঞ্জাম প্রস্তুতকারী, পরিবহণ, তাপবিদ্যুৎ, সিমেন্ট, রাসায়নিক এবং অন্য শিল্প সংস্থার বেশি জ্বালানির প্রয়োজন পড়ে। এ ছাড়াও বিমানবন্দর, শপিং মল এবং অন্য শিল্প ক্ষেত্রেও জ্বালানির চাহিদা তুলনামূলক বেশি। তাই একসঙ্গে বেশি পরিমাণ পেট্রল বা ডিজেল কিনতে হয় তাদের। তাদেরই লিটারে ২৫ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে ডিজেল।
জ্বালানির দামবৃদ্ধি নিয়ে বিরোধীদের খোঁচা
পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে (narendra modi goverment) নিশানা করেছে বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ট্যুইট করে বলেছেন, রাজা মহল তৈরিতে ব্যস্ত, আর প্রজা মূল্যবৃদ্ধির মার খাচ্ছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, শনিবার চুঁচুড়ায় বিক্ষোভ মিছিল করে তৃণমূল। কাঠের উনুন জ্বালিয়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতীকী প্রতিবাদ জানানো হয়।
আরও পড়ুন- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, চুঁচুড়ায় তৃণমূলের অভিনব বিক্ষোভ