সৌরভ বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া: পাঁচ রাজ্যের ভোট পর্ব মেটার পর থেকেই সাধারণ মানুষের ওপর লাগাতার বাড়ছে মূল্যবৃদ্ধির (Price rise) চাপ। ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Hike)। চার মাস পর গত পাঁচদিনে চারবার দাম বাড়ল পেট্রোপণ্যের (Petrolium Price Hike)। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৮৩ পয়সা বেড়ে হল ১০৮ টাকা ১ পয়সা। ডিজেলের দাম ৭৯ পয়সা বেড়ে হল ৯৩ টাকা ১ পয়সা। সব মিলিয়ে ৫ দিনে পেট্রোলের দাম বাড়ল ৩ টাকা ৩৪ পয়সা। ৫ দিনে ডিজেলের দাম ৩ টাকা ২২ পয়সা বাড়ল।
চুঁচুড়ায় তৃণমূলের বিক্ষোভ
লাগাতার পেট্রোপণ্যের মূল্য়বৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছে বিরোধী দলগুলি। আজ হুগলির (Hooghly) চুঁচুড়ার আখন বাজারে গ্যাস অফিসের সামনে মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস (TMC)। কাঠের উনুনে রান্না করেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়ায় তৃণমূল কর্মী-সমর্থক ও জন প্রতিনিধিদের নিয়ে প্রতিবাদ মিছিলও হয়। বড়বাজারে দু’টি পেট্রোল পাম্পের সামনেও বিক্ষোভ দেখায় তৃণমূল।
কেন্দ্রকে আক্রমণ তৃণমূলের
কেন্দ্রকে আক্রমণ করে বিধায়ক অসিত মজুমদারের বলেন, ‘কেন্দ্রীয় সরকার তেলের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে আর পশ্চিমবঙ্গের জন্য সরকারি বরাদ্দ কমাচ্ছে।পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে সমস্ত জিনিসের দাম বাড়ছে। সবকিছু সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।’
নদিয়াতেও তৃণমূলের প্রতিবাদ
অন্যদিকে, গ্যাসের মূল্যবৃদ্ধিতে রাস্তায় কাঠের উনুন জ্বালিয়ে প্রতীকী রান্না করে অভিনব প্রতিবাদ নদিয়ার (Nadia) চাকদা (Chakdah) ১৬ নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের। চাকদা ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের মৌমিতা ভট্টাচার্যের নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একটি মিছিল হয়। মিছিলটি চাকদার গুরুত্বপূর্ণ রাস্তাগুলি প্রদক্ষিণ করে।
‘দেখো আমি বাড়ছি পাপা’ লেখা গ্যাস সিলিন্ডারের প্রতিকৃতি সামনে নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিলে পা মেলান। এরপর ওই ওয়ার্ডের একটি রাস্তার পাশে কাঠের উনুন জ্বালিয়ে প্রতীকী রান্না করে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়।
তৃণমূলকে পাল্টা আক্রমণ বিজেপির
তৃণমূলের এই প্রতিবাদকে কটাক্ষ করে রাজ্য বিজেপি (BJP) মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘রামপুরহাটে নিরপরাধ শিশু-মহিলাদের পুড়িয়ে মেরে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে কেন্দ্রীয় সরকারের নীতি-সিদ্ধান্তের বিরোধিতা করে, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে। মূল্যবৃ্দ্ধি যে কোনও কারণেই সুখের নয়। কিন্তু দেশের মানুষ জানেন, কোন বাধ্যবাধকতায় আজ মূল্যবৃদ্ধি হচ্ছে। এক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য, উভয়েরই দায়িত্ব আছে যৌথভাবে মানুষের পাশে দাঁড়ানোর। কিন্তু রাজ্য সরকার সেই দায়িত্ব পালন করেনি।’