অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সোমবার থেকে বাড়ছে মেট্রো পরিষেবা (Metro Service)। কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সোম থেকে শুক্রবার পর্যন্ত মেট্রোর সংখ্যা ২৭৬ থেকে বেড়ে ২৮২টি হচ্ছে। এই দিনগুলিতে সকাল ৬টা ৫০ থেকে মেট্রো চলাচল শুরু করবে। প্রান্তিক স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০-এ। অন্যদিকে, শনিবার মেট্রোর সংখ্যা ২৩০ থেকে বেড়ে ২৩৪টি হচ্ছে। আর রবিবার ১২৮ থেকে বেড়ে ১৩০টি মেট্রো (Metro) চলাচল করবে।





প্রায় স্বাভাবিকের পথে মেট্রো পরিষেবা। দুই প্রান্তিক স্টেশন থেকেই সকালের প্রথম মেট্রোর সময় এগোচ্ছে। একইভাবে দুই প্রান্তিক স্টেশনেও শেষ মেট্রোর সময়সীমা কিছুটা পিছিয়ে যাচ্ছে।


সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রথম মেট্রো



  • দমদম থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫০-এ।

  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম ট্রেন ছাড়বে ৬টা ৫০।

  • দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫৫ মিনিটে।

  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো সকাল ৭টা।


সোমবার থেকে শনিবার পর্যন্ত শেষ মেট্রো



  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮-এ।

  • দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০-এ

  • কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০-এ

  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩০-এ।


রবিবার প্রথম মেট্রো



  • দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়।

  • দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়।

  • দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়।

  • দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়।


রবিবার শেষ মেট্রো



  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮-এ।

  • দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০-এ

  • কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০-এ

  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৭-এ।


আরও পড়ুন: Calcutta High Court Order : হাইকোর্টের নির্দেশে অবশেষে কাজে যোগ, শিক্ষিকার বকেয়া ১৩ মাসের বেতন স্কুলের তিন শিক্ষককে মেটানোর নির্দেশ আদালতের