কলকাতা :  বিশ্ববাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। তার প্রভাব পড়বেই  পেট্রোল ডিজেলের ( Petrol Diesel Price hike  ) দামে। ভারতে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম ( fuel price) । ডিজেলের (Diesel ) দাম একশোর চৌকাঠে। এইভাবে চললে, খুব শিগগিরি পেট্রোলের দাম ১৫০ ছুঁয়ে ফেলবে। তবে এই জ্বালানির দামবৃদ্ধি খুব সহজে থামবে না বলেই মনে করছে অর্থনীতিবিদদের একাংশ।

'১৫০ ছুঁয়ে ফেললেও অবাক হব না' 
অর্থনীতিবিদ সৈকত সিনহা রায় আশঙ্কা প্রকাশ করে বললেন, এখন যতটুকু দেখছি, খুব তাড়াতাড়ি পেট্রোল ডিজেলের দামে রাশ টানা যাবে বলে মনেও হচ্ছে না। তিনি আরও যোগ করেন, বিশ্ববাজারে তেলের দামের সঙ্গে দেশে জ্বালানির দাম কেমন হবে তার যোগসূত্র আছে। তাই অদূর ভবিষ্যতে জ্বালানির দাম ১৫০ ছুঁয়ে ফেললেও অবাক হব না,, বললেন তিনি। 

দাম বাড়ার ইতিহাস 
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি। তার প্রায় এক মাস পর অবধি ভারতে পেট্রোল ডিজেলের দাম বাড়েনি। উল্লেখ্য, এর মধ্যে ৭ মার্চ বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু একশো তিরিশ ডলার ছুঁয়ে ফেলে। যা কিনা সেই ২০০৮ সালের পর রেকর্ড। তখন কিন্তু ভারতে পেট্রোল ডিজেলের দাম এক পয়সাও বাড়েনি। গতবছরের ৪ নভেম্বরের পর ভারতে পেট্রোল-ডিজেলের দাম বাড়ে বাইশে মার্চ। 


'রাজনৈতিক অঙ্ক আছে '
এই প্রসঙ্গে অর্থনীতিবিদ রজত আচার্যর মতে,  ' আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে অনেকদিনই। যুদ্ধও ছিল ২৫ মার্চের আগে। তাও দীর্ঘদিন বাড়েনি জ্বালানির দাম। ভোট মিটতেই পেট্রোপণ্য-রান্নার গ্যাসের দাম বাড়ানোর পিছনে এক ধরনের রাজনৈতিক অঙ্ক আছে ' 


বাজার দরে প্রভাব 
লাগাতার জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি বাজারও আগুন। চাল, ডাল, মাছ, সবজি, সবকিছুরই দাম চড়া। ক্রেতাদের আশঙ্কা, লাগাতার পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে।  এই অবস্থায় বেশ কিছু বেসরকারি বাস সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।