কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) প্রস্তুতি খতিয়ে দেখতে আজ আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ (Election Commission of india)। মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে ১৩ জন আধিকারিক টিমে রয়েছেন। সন্ধ্যায় রাজ্য়ের মুখ্য় নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে বৈঠক হওয়ার কথা তাঁদের। রাজ্য় পুলিশের নোডাল অফিসারের সঙ্গেও বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। কাল সকালে দফায় দফায় প্রত্যেক রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠক করার কথা। তারপর সব জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠকেরও সিদ্ধান্ত রয়েছে। মঙ্গলবার এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপর মুখ্য়সচিব ও রাজ্য় পুলিশের DG-র সঙ্গে বৈঠক।
আর যা...
নির্বাচনের দিনক্ষণ অবশ্য এখনও ঘোষণা হয়নি। তবে তার আগেই রাজ্যে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। জেলার পাশাপাশি রবিবার কলকাতাতেও ঢুকে পড়েছে তারা। বিএসএফের ৭ কোম্পানি এদিনই আসে শহরে। সব মিলিয়ে ভোট-পূর্ব আবহ টের পাচ্ছে রাজ্য। তাৎপর্যপূর্ণভাবে, লোকসভা ভোটের মুখে, পুরো দেশের মধ্যে পশ্চিমবঙ্গের জন্যই সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, এই মর্মে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দেওয়া হয়। বাংলার পর দ্বিতীয়স্থানে রয়েছে জম্মু ও কাশ্মীর। যে ভাবে প্রস্তুতি এগোচ্ছে, তাতে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণায় খুব বেশি আর দেরি নেই বলে ধারণা নানা মহলের। তৃণমূল হোক কিংবা বিজেপি, সিপিএম হোক বা কংগ্রেস, প্রত্য়েকটি দল নিজের মতো করে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। তোড়জোড় শুরু করে দিয়েঠে জাতীয় নির্বাচন কমিশনও। সেই সূত্রে আজ রাজ্যে আসার কথা কমিশনের ফুল বেঞ্চের।
গত লোকসভা নির্বাচনে বাংলায় ৭৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। অর্থাৎ সেই নিরিখে দেখলে, এবার প্রায় ২০০ কোম্পানির কাছাকাছি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন করার পরিকল্পনা রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের। তবে নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি। তাই কত দফায় এই রাজ্যে ভোট হবে, সেটি স্পষ্ট নয়। ওয়াকিবহাল শিবিরের ধারণা, কমিশনের এই ফুল বেঞ্চের প্রস্তুতি সংক্রান্ত বৈঠকের পর এই ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হতে পারে। সে দিক থেকে এই ফুল বেঞ্চের বঙ্গ-সফর ও আগামী কয়েকদিনের বৈঠক অত্যন্ত জরুরি হতে চলেছে।
প্রচার...
ভোটের প্রচারের দিকে এর মধ্যেই নজর দিতে শুরু করেছে দলগুলি। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি যেমন, আরামবাগ ও কৃষ্ণনগরে দুটি সভা করে ফেলেছেন। ১০ মার্চ ব্রিগেডে 'জনগর্জন সভা' রয়েছে তৃণমূলের। তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে ফুল বেঞ্চের এই বঙ্গ-সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন:নিখুঁত ছকে গা-ঢাকা, নিয়মিত ডেরা বদল! শাহজাহানের বিস্ফোরক স্বীকারোক্তি