সঞ্চয়ন মিত্র, কলকাতা : শনি ও রবিবার মকর সংক্রান্তির ( Makar Sankranti 2023 ) পুণ্যস্নান। গঙ্গাসাগরে ( Gangasagar ) পুণ্যার্থীদের ঢল। এসেছেন বিদেশি পর্যটরাও। প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার দুপুর ৩টে পর্যন্ত গঙ্গাসাগরে এসেছেন প্রায় ৩১ লক্ষ পুণ্যার্থী। এদিকে মিলেনিয়াম পার্কে আসা পুণ্যার্থীরা পড়েছেন মহাফাঁপরে। 


 বিপাকে পড়লেন গঙ্গাসাগরগামী যাত্রীরা


কুয়াশার কারণে মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ না ছাড়ায় বিপাকে পড়লেন গঙ্গাসাগরগামী যাত্রীরা। বিভিন্ন রাজ্য, দূর দূরান্তের জেলা থেকে এসেছেন পুণ্যার্থীরা। টিকিট বুক করে গঙ্গাসাগর যাওয়ার কথা ছিল। ভোর থেকে মিলেনিয়াম পার্কে ভিড় করেন পুণ্যার্থীরা। এবার শনি ও রবিবার দুই দিনই মকর সংক্রান্তি। বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী, দু'দিনই সাগরে স্নান করতে পারবেন পুণার্থীরা।  


তাঁদের অভিযোগ, কুয়াশার কারণে লঞ্চ ছাড়বে না বলে মেসেজ পাঠানো হয়। এর ফলে বিপাকে পড়েছেন গঙ্গাসাগর যাত্রীরা। শেষ মুহূর্তে কীভাবে যাবেন, তা ভেবে কূল পাচ্ছেন না তাঁরা। 

আরও পড়ুন :


মকর সংক্রান্তিতে এক ধাক্কায় ২০ র কাছাকাছি তাপমাত্রা, শীতের সকালেই গুমোট ভাব

 ৫ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা


মকর সংক্রান্তিতে এক ধাক্কায় ৫ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। কয়েকদিন ধরেই কুয়াশায় কারণে সকালে সূর্যের দেখা মিলছে না। বেলা গড়ানোর পর রোদ উঠছে। তবে সকাল ৯ টা অবধি কলকাতায় রোদের দেখা নেই। তাই কুরাশার জেরে মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ ছাড়ল না। 


 ট্রানসিট ক্য়াম্পেও উপচে পড়া ভিড়
এদিকে, আউট্রাম ঘাটের ট্রানসিট ক্য়াম্পেও উপচে পড়া ভিড়। সাধু সন্ত থেকে শুরু করে এসেছেন পুণ্য়ার্থীরা। এখান থেকেই বাসে করে গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দেবেন তাঁরা।  


অন্যদিকে, ইতিমধ্যেই লক্ষাধিক পুণ্যার্থী ভিড় করেছেন সাগরে। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে গঙ্গাসাগরে পুণ্য়স্নান করতে ভিড় করছেন মানুষজন।  জোরদার করা হয়েছে সাগরমেলার নিরাপত্তা। জলপথের পাশাপাশি, নজরদারি চলছে আকাশপথেও। শুক্রবার  সন্ধ্যায় গঙ্গা আরতির জন্য কপিল মুণির আশ্রম থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, সুজিত বসু সহ বহু বিশিষ্ট ব্যক্তি