কলকাতা : মকর সংক্রান্তিতে এক ধাক্কায় ৫ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। কয়েকদিন ধরেই কুয়াশায় কারণে সকালে সূর্যের দেখা মিলছে না। বেলা গড়ানোর পর রোদ উঠছে।

এর মধ্যেই পরপর পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের ঊর্ধ্বমুখী হয়েছে পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এবার পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা পড়বে না আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে সোমবার থেকে পারা-পতন শুরু হবে। আগামী সপ্তাহের গোড়াতেই ফের ঝোড়ো ইনিংস খেলতে ময়দানে নামছে শীত। 

আরও পড়ুন : কনকনে শীতে কাঁপছে পাহাড়, দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছবে হিমাঙ্কের কাছাকাছি

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
14-Jan 17.0 27.0
Fog/mist in the morning and mainly clear sky later
15-Jan 17.0 27.0
Fog/mist in the morning and partly cloudy sky later
16-Jan 15.0 26.0
Mainly Clear sky
17-Jan 15.0 26.0
Mainly Clear sky
18-Jan 16.0 26.0
Mainly Clear sky
19-Jan 16.0 26.0
Mainly Clear sky
20-Jan 16.0 27.0
Mainly Clear sky

 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় সম্পূর্ণ নষ্ট না হলে বঙ্গে শীত ফেরার আশা অধরাই থেকে যাবে এই মরসুমে। সোমবার থেকে পারা-পতন শুরু হবে।  কলকাতায় তাপমাত্রা নামবে ১৫ ডিগ্রি সেলসিয়াসে।  বুধবার কলকাতা-সহ উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।