গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : শনিবার মাঘীপূর্ণিমা ( Magh Purnima 2024 ) । এই তিথি উপলক্ষ্যে হাজার হাজার পুণ্যার্থী শুক্রবার থেকে গঙ্গাসাগরে ( Gansagar )  আসতে শুরু করেছেন। ভোর থেকে কাকদ্বীপ থেকে সাগরমুখী পুণ্যার্থীরা। বছরের এই সময়টায় পুণ্যস্নানে আসেন হাজার হাজার মানুষ। 


ভোরের আলো ফোটার আগে থেকে সাগরস্নান শুরু হয়ে গিয়েছে। স্নানের পর কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন পড়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের জন্য শৌচালয়, যাত্রীনিবাসের ব্যবস্থা করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।


হিন্দু পঞ্জিকা অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চদশ তিথিতে যে পূর্ণিমা আসে তাকে মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা বলা হয়। এই তিথিতে স্নান, দান এবং জপ অত্যন্ত ফলদায়ক বলে মনে করেন পুণ্যার্থীরা। পৌষ মাসের পূর্ণিমা থেকে শুরু করে মাঘ পূর্ণিমা পর্যন্ত পুণ্য স্নান করেন অনেকে। মাঘ পূর্ণিমার দিনে ত্রিবেণীতে শেষ স্নান করা হয়। মাঘ  পূর্ণিমার এই স্নান সুখ, সৌভাগ্য, ধন নিয়ে আসতে পারে বলে মানুষের বিশ্বাস। 


সাগরতটে সিভিল ডিফেন্সের কর্মীরা মোতায়েন আছে। শনিবার সারাদিনই পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে অতিরিক্ত ভেসেল ও কচুবেড়িয়া থেকে বেশি বাস চালানো হচ্ছে।


এই তিথি উপলক্ষ্যে হরেকরকম দোকানি পসরা সাজিয়ে বসেছেন। চলছে কেনাকাটা। শুক্রবার রাত থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে হরিনাম- সংকীর্তনের আয়োজন ও প্রসাদ বিতরণ চলছে। মকর সংক্রান্তির পর এই তিথিতে সবচেয়ে বেশী পুণ্যার্থীর সমাগম হয় সাগরে। গত কয়েক বছর এক লক্ষেরও বেশী পুণ্যার্থীর সমাগম হয়েছে। এবারের ভিড় আরও বাড়বে বলে ধারণা প্রশাসনের। 


মাঘ পূর্ণিমার গুরুত্ব
বিশ্বাস করা হয়, মাঘ মাসে দেবতারা পৃথিবীতে এসে মানব রূপ ধারণ করেন এবং প্রয়াগে স্নান করেন। মাঘ পূর্ণিমা ঘিরে তাই নানা মানুষের নানা বিশ্বাস। এ দিন প্রয়াগে ত্রিবেণী স্নান করা শুভ বলে মনে করা হয়। মনে করা হয়, এর ফলে সমস্ত মনোবাসনা পূর্ণ হয় ও পাপ ক্ষয় হয়।  মাঘ পূর্ণিমার দিন ভগবান বিষ্ণুর পুজোর প্রচলন রয়েছে। এদিন পিতৃপুরুষের শ্রাদ্ধ করা এবং দরিদ্রদের দান করা শুভ ফলদায়ক বলে মনে করা হয়। মাঘ পূর্ণিমার দিন, সূর্যোদয়ের আগে, যে কোনও নদী, জলাশয়ে স্নান করে সূর্য দেবকে অর্ঘ্য দিলে সৌভাগ্য আসে বলে মনে করা হয়।  


আরও পড়ুন :


 'রাজ্য়ের মন্ত্রীরা যদি এটা পারে, শেখ শাহজাহান অবশ্য়ই করছে' বিস্ফোরক বৈশাখী