কলকাতা: সন্দেশখালি ইস্য়ুতে, তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের সুর সপ্তমে নিয়ে গেছে বিরোধীরা। এবার এই ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য় করলেন শোভন চট্টোপাধ্য়ায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায় (Baishakhi Banerjee)। শোভনের বক্তব্য়, যারা রং পরিবর্তন করল, তাদের হাতে ব্যাটন তুলে দেওয়া ঠিক নয়। অন্য়দিকে, বৈশাখীর দাবি, রাজ্যের মন্ত্রী-নেতাদেরও অধিকার জন্মে গেছে, রাত বিরেতে মহিলাদের ডাকার।


বিস্ফোরক শোভন-বৈশাখী: রাজ্য় রাজনীতিতে এখন জ্বলন্ত ইস্য়ু সন্দেশখালি। আর সেই ইস্য়ুতেই এবার বিস্ফোরক শোভন-বৈশাখী। একজন মুখ খুললেন সন্দেশখালিতে দলবদলকারী নেতাদের হাতে ক্ষমতা দেওয়া নিয়ে। আরেকজন নাম না করে, কলকাতার তৃণমূল নেতাদের বিরুদ্ধে তুললেন বিস্ফোরক অভিযোগ। সন্দেশখালিতে শেখ শাহজাহান, ও তাঁর ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সেখানকার বাসিন্দারা। যাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে ঝাঁঝাল আক্রমণ শানাচ্ছে বিরোধীরা।


এই প্রেক্ষাপটে সন্দেশখালি ইস্য়ুতে মুখ খুললেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্য়ায়। তিনি বলেন, “জমির অধিকারটা তো সেই গ্রামের যে মানুষের, ২ বিঘে, ৩ বিঘে যে পরিমাণ জমি ছিল, অধিকার তো তাঁর। তাঁর থেকে অধিকার ছিনিয়ে নেওয়াটা কখনওই বাঞ্ছনীয় নয়। ২০১১ সালে নিরাপদ সর্দার বিধায়ক ছিলেন। তাঁর নির্বাচনী এজেন্ট ছিল পরবর্তী ক্ষেত্রে এরা করল কী, তৃণমূল কংগ্রেসের ঝান্ডায়, জামা পরিবর্তন করে নিয়ে নিল। কিন্তু, মানসিকতায় পরিবর্তন হল না। এই অভিযোগের সত্য়তা অনেক জায়গায় প্রমাণিত হচ্ছে, যে জমি ফেরত দিতে হচ্ছে।

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান এক সময়ে সিপিএমে ছিলেন। তৃণমূল ক্ষমতায় আসার তিনি সিপিএম ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখান। এই প্রেক্ষাপটে শোভন চট্টোপাধ্য়ায়ের মন্তব্য় ঘিরে প্রশ্ন উঠছে, তিনি কি সন্দেশখালিকাণ্ডের জন্য় তৃণমূল শীর্ষনেতৃত্বের দিকেই আঙুল তুলছেন? সেখানে দলবদলকারীদের হাতে ব্য়াটন তুলে দিয়েছে কারা? পুরনোদের পিছনে পাঠিয়েছে কারা? শোভন চট্টোপাধ্য়ায়ের নিশানায় কে? সন্দেশখালিতে উত্তম সর্দার, শিবু হাজরার মতো তৃণমূল নেতাদের বিরুদ্ধে যখন যৌন নির্যাতনের অভিযোগ হচ্ছে, গণধর্ষণের মামলা রুজু হচ্ছে, কলকাতার তৃণমূল নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য় করেছেন শোভন চট্টোপাধ্য়ায়ের বান্ধবী বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, “কলকাতার বুকে বসে তাঁরা মনে করেন, রাত্রি ১২টার সময়ে মদ্য়পান করতে ডাকার অধিকার তাঁদের আছে। তাঁরা সেই মর্মে প্রস্তাব পাঠান। রাজ্য়ের মন্ত্রীরা যদি এটা পারে, তাহলে শেখ শাহজাহান অবশ্য়ই করছে। রাত্রি ১২টায় মিটিং করা এই এই রাজনীতিঅন্ত প্রাণ মানুষগুলো কারা? আমি তো আগেকার দিনে ক্রীতদাসী ধরে আনছি না। যে এসে আমার আজকে পিঠে খেতে ইচ্ছে করছে, কালকে আমার মনে হচ্ছে, এসো আমাকে সেবা করে দিয়ে যাও। আমি সেবাদাসী তৈরি করিনি। এ আমার ভোটার। এদের ভোটে আমি এসেছি। যদি ধরেনি, এরা অন্য় দলের। তার ওপর পাশবিক অত্য়াচার করার অধিকার আছে আমার?’’

২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেও, সাম্প্রতিক অতীতে কখনও নবান্নে গিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে দেখা করেছেন শোভন-বৈশাখী। কখনও কালীঘাটে গিয়ে ভাইফোঁটা নিয়েছেন। আর সন্দেশখালিকাণ্ডের আবহেই এবার বিস্ফোরক মন্তব্য। এদিন বৈশাখী বলেন, “যারা যারা এখন তৃণমূলের জামাকাপড় পরে সুন্দর ভদ্রলোকের মুখোশ পরে অনেকে ঘুরে বেড়াচ্ছে, যে সব নেতৃবর্গ, তাদের এই রূপ আছে। যে কারণে আমরা দেখতে পারি, বাঁকুড়ায় পা টেপাচ্ছে, অমুক দিকে গা টেপাচ্ছে। সন্দেশখালি সেটা দেখিয়ে দিল, যে ঘরে ঘরে এখনও মেয়েরা অত্যাচারিত এবং আরেকটা জিনিসও দেখিয়েছে। মেয়েরা অত্যাচারিত হলে সেখানে গণজাগরণ হবেই হবে।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Sandeshkhali Update: অগ্নিগর্ভ সন্দেশখালি, ৩ বছর পর বাড়ি ফিরতেই গ্রেফতার