সুনীত হালদার, হাওড়া: গঙ্গাসাগর মেলায় গিয়ে হার্ট অ্যাটাক হল এক উত্তরপ্রদেশের বাসিন্দার। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম- সুভাষ চন্দ্র, বয়স ৪৬ বছর। তাঁর বাড়ি উত্তরপ্রদেশে। সেখান থেকেই গঙ্গাসাগরের মেলায় এসেছিলেন তিনি। তবে গতকাল অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আজ রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাডে নিয়ে আসা হয়। এরপর হাওড়া সিটি পুলিশ  গ্রিন করিডর করে তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।


এদিকে, তৃতীয় ঢেউয়ে রাজ্যে একদিনে রেকর্ড ২৮ জনের মৃত্যু। বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্য বিধি শিকেয় তুলে আজও গঙ্গাসাগরে জনজোয়ার। পয়লা মাঘের সকালে চলছে পুণ্যস্নান। দূরত্ব বিধি উধাও। পুণ্যার্থীদের মুখে নেই মাস্ক। প্রশ্ন করতেই অজুহাত খাড়া করছেন তাঁরা। স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য মাইকে অনবরত প্রচার করছে পুলিশ-প্রশাসন। তা সত্ত্বেও স্বাস্থ্য বিধি মেনে চলার লক্ষণ নেই। পুলিশ কার্যত দর্শকের ভূমিকায়। 


তবে শুধু গঙ্গাসাগর নয়, কলকাতাতেও  একই চিত্র। করোনা বাড়লেও সংক্রান্তির পরের দিন গঙ্গার ঘাটগুলিতে পুণ্যার্থীদের ভিড়। চলছে পুণ্যস্নান। কোথাও দূরত্ব বিধি মেনে চলার বালাই নেই। পুণ্যার্থীদের অনেকেরই মুখে নেই মাস্ক। করোনাকালে উধাও স্বাস্থ্য বিধি। পুলিশের নজরদারি চোখে পড়েনি।


অন্যদিকে, কোভিডের ধাক্কায় (COVID-19) রোজগারপাতি বন্ধ হওয়ার জোগাড়। ব্যবসায়ীদের চাপে শেষ পর্যন্ত খুলে দেওয়া হচ্ছে হাওড়ার মঙ্গলা হাট  (Howrah Mangla Haat)। আগামী রবি, সোম এবং মঙ্গলবার হাওড়া ময়দান চত্বরে হাট বসতে চলেছে। সেই নিয়ে শুক্রবার হাওড়া পৌরসভার (Howrah Municipal Corporation) প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর সঙ্গে ব্যবসায়ীদের দু’দফায় বৈঠক হয়। ব্যবসায়ীদের তরফে কোভিড বিধি মেনে তলার প্রতিশ্রুতি দেওয়া হলে, মঙ্গলা হাট খোলায় অনুমতি দেয় প্রশাসন। ব্যবসায়ীদের দাবি মেনেই হাট খোলায় অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুজয়বাবু।


নতুন বছরের শুরু থেকে লাগামছাড়া ভাবে বেড়ে চলে করোনা সংক্রমণ (Daily COVID Cases)। তাতে হাওড়া ময়দান সংলগ্ন মঙ্গলা হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। প্রশাসনের এই সিদ্ধান্তে বিপাকে পড়েন এক লক্ষের বেশি ছোট-বড় ব্যবসায়ী এবং ১০ লক্ষের বেশি ক্রেতা। এর প্রতিবাদে দফায় দফায় কোনা এক্সপ্রেসওয়ে এবং হাওড়া ময়দানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। সপ্তাহে তিন দিন হাট খোলা রাখার দাবি জানান।