সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দৈনিক সংক্রমণ (Daily COVID Cases) উত্তরোত্তর বেড়ে চললেও, হুঁশ ফিরছে না মানুষের। তাই ব্যারাকপুরের মতো এ বার অশোকনগরেও মাস্কহীনদের (Mask UP) বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল প্রশাসন। মাস্ক ছাড়া রাস্তায় কাউকে দেখলেই কিয়স্কে নিয়ে গিয়ে তাঁর র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (Rapid Antigen Test) করানো হবে বলে জানানো হয়েছে। ডায়মন্ড হারবার (Diamond Harbour Model) মডেল থেকে অনুপ্রাণিত হয়েই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী।


করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার অশোকনগর কল্যাণগড় পৌরসভায় জরুরি বৈঠক করেন নারায়ণবাবু। সেখানে উপস্থিত ছিলেন বারাসতের (Barasat) এসডিও, পৌর প্রশাসক উৎপল তালুকদার, মুখ্য প্রশাসক প্রবোধ সরকার এবং প্রশাসনিক কর্তারা। বৈঠক চলাকালীনই ডায়মন্ড হারবার মডেলের প্রসঙ্গ উঠে আসে। বলা হয়, ডায়মন্ড হারবারে যে পথে সাফল্য এসেছে, অশোকনগরেও (Ashoknagar) সেই মডেলই অনুসরণ করা হোক।


নারায়ণবাবু জানিয়েছেন, মাস্কহীন পথচারীদের দেখলেই তৎক্ষণাৎ করোনা পরীক্ষা শিবিরে নিয়ে যাওয়া হবে। সঙ্গে সঙ্গে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষা করানো হবে সকলের। পরীক্ষার রিপোর্ট যদি পজিটিভ আসে, সঙ্গে সঙ্গে পৌরসভার কোয়ারেন্টিন সেন্টারে রাখার ব্যবস্থা করতে হবে আক্রান্ত ব্যক্তিকে।


আরও পড়ুন: Covid Isolation Guidelines: ‘করোনা পরীক্ষার ফল পজিটিভ হলেই থাকতে হবে আইসোলেশনে’, সংশোধিত নির্দেশিকা স্বাস্থ্য দফতরের


বর্তমানে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ২২ হাজারের উপরে রয়েছে। দৈনিক মৃত্যুও বেড়ে ২৮-এ এসে ঠেকেছে। এমন পরিস্থিতিতে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।


শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে সংশোধিত নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, সাত দিনের বেশি টানা জ্বর থাকললে, রোগীকে হাসপাতালে ভর্তি করা বাধ্যতামূলক। রক্তচাপ ১০০-র কম হলে, রক্তে অক্সিজেনের মাত্রা ৯৮ শতাংশের নীচে থাকলেও রোগীকে নিয়ে যেতে হবে হাসপাতালে। এ ছাড়াও বলা হয়েছে যে, করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হলেই রোগীকে নিভৃতবাসে যেতে হবে। উপসর্গহীন হলেও নিভৃতবাস বাধ্যতামূলক। কোমর্বিডিটি থাকলে আক্রান্তদের পর্যবেক্ষমে রাখতে হবে।