কলকাতা: মকর সংক্রান্তির (Makar Sankranti) আগে বদলাচ্ছে আবহাওয়ার মতিগতি। ফের নামল পারদ। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, এবার পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। এর মধ্যেই গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছে। রয়েছে নিরাপত্তার কড়াকড়ি।


গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড়: পুণ্যস্নানের এখনও ২ দিন বাকি। তার আগেই দূর দূরান্ত থেকে গঙ্গাসাগরে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা। জমে উঠেছে মেলা চত্বর। তৎপর পুলিশ, প্রশাসন। মেলা চত্বরে সিসি ক্যামেরা বসিয়ে চলছে নজরদারি। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে,



  • বাবুঘাট থেকে সাগরদ্বীপ পর্যন্ত বসানো হয়েছে এগারশো সিসি ক্যামেরা।

  • ড্রোনের সাহায্যে আকাশপথে ও স্পিড বোটের সাহায্যে জলপথে থাকছে নজরদারির ব্যবস্থা।

  • মেলা চত্বরে থাকছে হাইটেক মেগা কন্ট্রোল রুম, যেখানে ৫২টি LED টিভি ও ১টি সুবিশাল LED স্ক্রিনের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রাখা হবে।

  • এছাড়াও মেলা চত্বরে থাকা ওয়াচ টাওয়ারের সাহায্যে ভিড়ের ওপর নজরদারি চালানো হবে।

  • প্রশাসন সূত্রে খবর,গঙ্গাসাগার মেলায় পুণ্যার্থীদের যাতায়াতের জন্য ২ হাজার ৭৫০টি বাস, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ, ২১টি জেটি, ৪টি বার্জের ব্যবস্থা রাখা হয়েছে।

  • বারাণসীর ধাঁচে এবার গঙ্গাসাগর মেলাতেও থাকছে বিশেষ আরতির ব্য়বস্থা। তার জন্য তৈরি করা হচ্ছে বিশেষ মঞ্চও।



মকর সংক্রান্তির স্নানের আগে এবার সাময়িক বিরতি নিয়েছে শীত। হাওয়া বদলের জেরে মকর স্নানের সময় কনকনে ঠান্ডা থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার অবশ্য পারদ কিছুটা নেমেছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। তা বলে রাজ্য থেকে এখনই বিদায় নিচ্ছে না শীত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র থেকে রবিবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়বে। সোমবারের পর থেকে ফের নামতে শুরু করবে পারদ। আগামী সপ্তাহে রাজ্যে ঢুকতে শুরু করবে অবাধ উত্তুরে হাওয়া।তার হাত ধরে ধরে রাজ্যে ফের ঝোড়ো ইনিংস খেলবে শীত। জেলায় জেলায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।                                                                                     


আরও পড়ুন: Dilip Ghosh: দিদির দূতেরা গেলে ভগ্নদূত হয়ে ফিরবেন, কটাক্ষ দিলীপের