প্যারিস: বিশ্বকাপ জয়ের পর ক্লাব ফুটবলে ফিরেও বজায় রাখলেন নিজের ম্যাজিক। দলকেও জেতালেন আর্জেন্তিনার ফুটবল দলের অধিনায়ক। গত ১৮ ডিসেম্বর শেষবার মাঠে নেমেছিলেন। দেশের জার্সিতে সেই ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে দলকে জিতিয়েছিলেন লিওনেল মেসি। বিশ্বচ্যাম্পিয়নও হয়েছিলেন। এবার ক্লাব ফুটবলে নেমেই এঞ্জার্সের বিরুদ্ধে জয় পেলেন পিএসজির জার্সিতে। ২-০ গোলে জয় পেল ফরাসি ক্লাবটি। দলের হয়ে আরেকটি গোল করেন হুগো একতিক। 


বিশ্বজয়ের পর গোটা আর্জেন্তিনা শিবিরের সঙ্গেই ছুটিতে ছিলেন মেসিও। পরিবারকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। এরপর মাঠে ফিরেই ফের স্বমহিমায় ফুটবলের রাজপুত্র। এদিন খেলার ৭২ মিনিটের মাথায় একটি গোল করেন মেসি। এদিন এমবাপে না খেলায় সুযোগ চলে এসেছিল একতিকের কাছে। সুযোগকে দারুণভাবে কাজে লাগালেন এই তরুণ ফুটবলার। তিনি ম্যাচের পর বলেন, ''এই ধরনের ফলাফল ই আমরা মেলে ধরতে চাই। তিন পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। গোল করলে আত্মবিশ্বাস বাড়ে। এভাবেই খেলা চালিয়ে যেতে চাই।''


ম্যাচের পর পিএসজি কোচ গ্যালতিয়র বলেন, ''আজকে আবার আমরা দুনিয়ার সেরা ফুটবলারকে দেখলাম। লিও শারীরিকভাবে ফিট ছিল। ম্যাচে নামতে চেয়েছিল। আর ওঁকে মাঠে পাওয়া মানে জয়ের বিষয়ে পুরোপুরি সুনিশ্চিত হয়ে যাওয়া। পুরো ম্যাচেই ও খেলল। এটা খুব ভালো লক্ষণ।'' রেঁনের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবে পিএসজি। সেই ম্যাচে মেসি, নেমার ও এমবাপে তিনজকেই পাওয়া যাবে হয়ত।


রেগে গেলেন আলিম দার


পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে ৭৯ রানে জয় ছিনিয়ে নিয়েছে নিউজিল্য়ান্ড। ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্বে ছিলেন আলিম দার। খেলার মাঝেই এক অদ্ভূত কাণ্ডের সাক্ষী থাকল করাচি ন্যাশনাল স্টেডিয়াম। 


ঠিক কী হয়েছিল?


নিউজিল্যান্ডের ব্যাটিং চলাকালিন পাকিস্তানের মহম্মদ ওয়াসিম জুনিয়র একটি থ্রো করেছিলেন নন স্ট্রাইকার এন্ডে। সেই সময় সেই থ্রো থেকে নিজেকে বাঁচাতে চেয়েছিলেন আলিম দার। কিন্তু এরপর বল এসে তাঁর পায়ে আঘাত করে। সেই সময় আলিম দারের হাতে থাকা সোয়েটারটি তিনি হতাশা, যন্ত্রণায় ছুড়ে ফেলে দেন। 


সেই মুহূর্তে কাছেই ছিলেন পাক পেসার নাসিম শাহ। তিনি দৌড়ে চলে আসেন ও আলিম দারের পায়ে ম্যাসাজ করে দেন। দ্রুত পাক দলের ফিজিও ছুটে আসেন। কিছুক্ষণ বিরতির পর ফের শুরু হয় ম্যাচ।