গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: জানুয়ারির শুরুতেই ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা দেশের অন্যতম জনপ্রিয় ধর্মীয় মেলা। লক্ষ লক্ষ তীর্থযাত্রীর ভিড় সামাল দিতে এখন প্রশাসনিক স্তরে চলছে জোর প্রস্তুতি। মকর সংক্রান্তি লাগছে ১৪ জানুয়ারি দুপুর ২টো ৫৮ মিনিটে। পূণ্যস্নানের সময় লাগছে সকাল ৬টা ৫৮ মিনিট থেকে ১৫ জানুয়ারি সকাল ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। 


সাগরমেলার পুণ্যার্থীদের কাছে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী। নদীতে ক্রমাগত পলি জমার কারণে ভাটার সময় দিনে ৫ থেকে ৬ ঘন্টা ভেসেল পরিষেবা বন্ধ রাখতে হয়। ফলে মেলার সময় কাকদ্বীপের লট নং আট ও সাগরের কচুবেড়িয়ায় লক্ষ লক্ষ পুণ্যার্থী আটকে পড়ে। 


এবার সেই সমস্যা দূর করতে মুড়িগঙ্গা নদীতে নিয়মিত চলছে পলি কাটার কাজ। পাশাপাশি এবারের মেলায় ভেসেলের পাশাপাশি ৮টি বড় বার্জ চালানো হবে যাত্রী পরিবহনের জন্য। প্রতিবার আড়াই হাজার মানুষ বহন করা যাবে। 


আরও পড়ুন, সম্ভলে খোঁড়াখুড়ি করতেই চক্ষুচড়কগাছ! মাটি কোপাতেই বেরিয়ে এল....


সোমবার দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও এরকম একটি বার্জ ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিকদের নিয়ে। পাশাপাশি কুয়াশার সময় ভেসেলগুলি পথ হারিয়ে অন্যত্র চলে গেলেও এবার দ্রুত খোঁজ মেলার জন্য জিপিআরএস বসানো হচ্ছে। এই জিপিআরএসের সঙ্গে সরাসরি যোগ থাকবে মেলার মেগা কন্ট্রোলরুমের।


এছাড়া কুয়াশার জন্য আধুনিক বিদেশী আলো বসানো হবে। যেগুলি বিমানবন্দরে থাকে। মূলত পরিবহন ব্যবস্থাকে মসৃণ করতে জেলা প্রশাসন একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। 


বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে বাড়তি ট্রেন চালানো ছাড়াও সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন পরিষেবা বজায় রাখতে একাধিক পদক্ষেপ করছেন রেল কর্তৃপক্ষ। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে সেই মেলায় আগত তীর্থযাত্রীর ভিড় সামাল দিতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।


রেলের তরফে জানা হয়েছে, শিয়ালদার পাশাপাশি প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ ও নামখানা স্টেশনে ‘মে আই হেল্প ইউ’ বুথ চালু করবে রেল। যাতে যাত্রীদের যে কোনও প্রয়োজনে সহায়তা দেওয়া যায়। এ ছাড়া, কাকদ্বীপ এবং নামখানায় পাঁচটি করে মোট ১০টি অতিরিক্ত বুকিং কাউন্টার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল জানিয়েছে।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে