সঞ্চয়ন মিত্র, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ধীরে ধীরে গঙ্গাসাগরে (Ganga Sagar Mela 2022 ) পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। সাগরগামী ভক্তদের বাবুঘাটে (Babughat) ভিড় চোখে পড়ার মতো। এখান থেকেই ছাড়ছে সাগরমুখী বাস। কিন্তু মানা হচ্ছে কি হাইকোর্টের বেঁধে দেওয়া ডাবল ডোজ ও RTPCR- র বিধি ? 

বাবুঘাটে দেখা গেল, টিকিট কাউন্টারে ডাবল ডোজ ভ্যাকসিনের (Double Dose Vaccine) সার্টিফিকেট দেখালে তবেই মিলছে বাসের টিকিট। মাস্ক পরা বাধ্যতামূলক। কাউকে বিনা মাস্কে দেখলেই সতর্ক করা হচ্ছে। তাবলে সকলের মুখেই যে মাস্ক রয়েছে এমন নয়। অসচেতনতার ছবিও নজরে আসছে অহরহ। কারও মাস্ক ঝুলছে থুতনিতে, কারও আবার পকেটেই। তবে সকলেই বলছেন, তাঁদের কাছে ডাবল ডোজ ভ্যাকসিনেশনের নথি আছে। তা দেখেই উঠতে দেওয়া হচ্ছে বাসে। কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী ডাবল ডোজ ভ্যাকসিনেশনের পাশাপাশি ৭২ ঘণ্টার মধ্যে করানো আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট থাকা নিশ্চিত করতে হবে। আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ হলেই বাসে উঠতে পারার কথা।  পাশাপাশি, বাবুঘাটে করোনা পরীক্ষা করা হচ্ছে পুণ্যার্থীদের। কিন্তু সাগর-গামীদের আরটিপিসিআর-এর (RTPCR) কথা জিগ্যেস করলে অনেক সময়ই মিলছে না উত্তর। 

আরও পড়ুন :


আগুন পোহাতে গিয়ে ঝলসে গেলেন মহিলা, এয়ারলিফট করে হাওড়ায় এনে চিকিৎসা


অন্যদিকে, কাকদ্বীপের (Kakdwip) লট এইট থেকে শুরু হয়েছে কচুবেড়িয়াগামী ভেসেল পরিষেবা। হারউড পয়েন্টে থিকথিকে ভিড়। বাস থেকে নেমে ভেসেলে উঠছেন পুণ্যার্থীরা। বিনা মাস্কে থাকলে সতর্ক করা হচ্ছে। পরীক্ষা করা হচ্ছে ডাবল ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট। তবে ভিড়ের কারণে উধাও দূরত্ব বিধি। প্রায় একে অন্যের গা-ঘেসে দাঁড়িয়ে অপেক্ষমান। কেথায় দূরত্ববিধি , কোথায় আরটিপিসিআর রিপোর্ট। 


পরিস্থিতি পরিদর্শনে মেলায় উপস্থিত মন্ত্রী শশী পাঁজা। বৃহস্পতিবার সন্ধেয় গঙ্গারতির আয়োজন করা হয়েছে। কাল রাত থেকে শুরু হবে মকর সংক্রান্তির পুণ্যস্নান। করোনা আবহে এবারও ই-স্নানে জোর দেওয়া হয়েছে। সংক্রমণ মোকাবিলায় তত্পর প্রশাসন। নজরদারি চালাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। বিনা মাস্কে দেখলেই সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, চলছে মাইকে প্রচার। কপিল মুনির আশ্রম, মেলা চত্বর মাঝেমধ্যেই স্যানিটাইজ করা হচ্ছে। লকগেট তৈরি করে মন্দির চত্বরে প্রতিবারে ৫০ জন করে ঢুকতে দেওয়া হচ্ছে। তবে মন্দিরের ভিতরে সাধু-সন্ন্যাসীদের অনেকের মুখেই নেই মাস্ক।