সুনীত হালদার, হাওড়া : গঙ্গাসাগর ( Ganga Sagar Mela 2022) মেলায় অগ্নিকাণ্ড। আগুন পোহাতে গিয়ে ঝলসে গেলেন এক মহিলা পুণ্যার্থী। ভর্তি হাওড়া জেলা হাসপাতালে (Howrah Hospital)।


হাসপাতাল সূত্রে খবর, গতকাল রাতে শিশুকে নিয়ে আগুনের ধারে বসেছিলেন স্বর্ণলতা মণ্ডল নামে বছর পঁয়তাল্লিশের ওই মহিলা। আচমকাই আগুন লেগে যায়। ৫৪% অগ্নিদগ্ধ অবস্থায় মহিলাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে নিয়ে আসা হয় হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের (Dumurjala Stadium) হেলিপ্যাডে। সেখান থেকে গ্রিন করিডর করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই মহিলা পুণ্যার্থীকে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন :


মাঘ মেলায় সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ৫১, লক্ষ-লক্ষ ভক্ত সমাগমের সম্ভাবনা


ধীরে ধীরে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। বৃহস্পতিবার সন্ধেয় গঙ্গারতির আয়োজন করা হয়েছে। কাল রাত থেকে শুরু হবে মকর সংক্রান্তির পুণ্যস্নান। করোনা আবহে এবারও ই-স্নানে জোর দেওয়া হয়েছে। সংক্রমণ মোকাবিলায় তত্পর প্রশাসন। নজরদারি চালাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। বিনা মাস্কে দেখলেই সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, চলছে মাইকে প্রচার। কপিল মুনির আশ্রম, মেলা চত্বর মাঝেমধ্যেই স্যানিটাইজ করা হচ্ছে। লকগেট তৈরি করে মন্দির চত্বরে প্রতিবারে ৫০ জন করে ঢুকতে দেওয়া হচ্ছে। তবে মন্দিরের ভিতরে সাধু-সন্ন্যাসীদের অনেকের মুখেই নেই মাস্ক। 


কাকদ্বীপের লট এইট থেকে শুরু হয়েছে কচুবেড়িয়াগামী ভেসেল পরিষেবা। পরিস্থিতি পরিদর্শনে মেলায় উপস্থিত মন্ত্রী শশী পাঁজা। বাবুঘাট থেকে  ছাড়ছে সাগরমুখী বাস। টিকিট কাউন্টারে ডাবল ডোজ ভ্যাকসিনের সার্টিফিকেট দেখালে তবেই মিলছে বাসের টিকিট। মাস্ক পরা বাধ্যতামূলক। কাউকে বিনা মাস্কে দেখলেই সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, বাবুঘাটে করোনা পরীক্ষা করা হচ্ছে পুণ্যার্থীদের। 


এরই মধ্যে গঙ্গাসাগর পরিদর্শন করে রাজ্য সরকারকে রিপোর্ট দিল হাইকোর্ট নিযুক্ত কমিটি। সদস্যরা তাঁরা পর্যবেক্ষণ করে দেখেছেন, করোনা পরিস্থিতিতে সব বিধি মেনে মেলার ব্যবস্থা করা হচ্ছে কি না। এমন ভাবে সব ব্যবস্থাপনা আছে কি না, যাতে করে করোনা সংক্রমণ যতটা সম্ভব আটকানো যায়। সূত্রের খবর, মেলার পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট নয় হাইকোর্ট নিযুক্ত কমিটি।